আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের পাপ যখন বেড়ে যায় , মহাসেন-এর মত ঝড়(আযাব) এসে দরজায় নাড়া দিয়ে যায় ।

আল্লাহ বলেন " জমিনে ও পানিতে যত ফিতনা তা মানুষের হাতের কামাই "। আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই তাহলে এই সত্যতা আমরা দেখতে পাই । আমরা নিজেদের একটা মুসলিম দেশ হিসেবে প্রচার করি , নিজেদের মুসলমান হিসেবে পরিচয় দেই কিন্তু আমাদের আসলে কি মুসলমানিত্ব আছে ? কয়জন আমরা ইসলাম মানি, পালন করি ? আজ দেশে গনহারে বেপর্দা , অশ্লীলতা , পরকিয়া , ব্যবিচার, নাস্তিকতা , ধর্মব্যবসা, মারামারি , কাটাকাটি ইত্যাদি যত ইসলাম বিরুদ্ধ কাজ তা চলছে । যার কারনে ইসলাম এর যে মুল্যবোধ তা হারিয়ে গেছে । আজ আমাদের নৈতিকতার কোন বালাই নাই ।

আমরা ভুলে গেছি এই দুনিয়ার ভোগ-বিলাস ছেড়ে একদিন চলে যেতে হইবে। আজ ধর্মের কথা বলতে গেলে মানুষ বিরক্ত হয় । ধর্মের কাজ করতে গেলে খারাপ লাগে । যার দরুন দেখা যায় আল্লাহ মানুষকে হিদায়েত এর পথে আনার জন্য নানা আযাব দিয়ে থাকেন । যার উদাহরন আমরা আদ জাতি-সামুদ জাতির ক্ষেত্রে দেখতে পাই ।

যাদের নানাভাবে সতর্ক করার পরেও সঠিক পথে আসে নাই । শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়ে ইতিহাসের পাতায় । আমরা সোভাগ্যবান যে আমরা নবিজির উম্মত হওয়ার কারনে আল্লাহ আমাদের এত পাপের পরেও আমাদের বাচিয়ে রেখেছেন। কিন্তু আমরা কি এর উপযুক্ত ? আমাদের চিন্তা করতে হইবে। মহাসেন হয়তো আমাদের ক্ষতি করে যাবে , কিম্বা ক্ষতি করবেনা কিন্তু আমাদের ভাবতে হইবে , আমাদের নিজেদের দোষ -ত্রুটি খুজতে হইবে ।

আমাদের এখনি সাবধান হওইয়া উচিত ,আমাদের পাপ ছেড়ে দিয়ে ভালোর পথে যাওয়া চেষ্টা করা উচিত। তাহলেই আমাদের এসকল বিপদ-আপদ হইতে বেচে থাকা সম্ভব হইবে । অনেকে হয়ত আমার কথার বিপরিত বলবেন কিম্বা মানবেন না কিন্তু ইহাই সত্য ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.