ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন করলেও সরকার কোনো ইসলামী দল নিষিদ্ধ করবে না। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেছেন বলে একাধিক মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণকে কেন্দ্র করে যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় সেজন্য ইসলামী দলগুলোর সঙ্গে মতবিনিময় করতে মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে উপস্থিত একজন মন্ত্রী জানিয়েছেন। তবে তিনি তার নাম প্রকাশ করতে রাজি হননি।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে নামপ্রকাশে অনিচ্ছুক আরেকজন মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো ইসলামী দলকেই নিষিদ্ধ করা হবে না। রাষ্ট্রধর্ম ইসলামও অক্ষত থাকবে। থাকবে বিসমিল্লাহও।
মন্ত্রিসভার বৈঠকের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকসহ কয়েকজন সাংবাদিককে একজন মন্ত্রী বলেন, "পঞ্চম সংশোধনী বাতিলের রায়ের আলোকে বর্তমানে সংবিধান পুনর্মুদ্রণ করা হবে। পরবর্তীতে সংবিধান সংশোধনে গঠিত কমিটি সংসদে তাদের প্রতিবেদন জমা দেবে।
কমিটির প্রতিবেদনের ওপর সংসদে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। ওই সিদ্ধান্তের আলোকে পরে আবারো সংবিধান ছাপানো হবে। "
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।