আমাদের কথা খুঁজে নিন

   

তিনটি দিন পাহাড়, নদী, প্রকৃতির ভালোবাসায়. . . মুগ্ধ, অভিভূত

শূন্য হৃদয়ে ডঙ্কা বাজে এ কিসের, জানো কি হে!
পাহাড়ের রুপ মেলেছে পাখা দূর দিগন্তে. পানির কলতান আর ভেসে চলা রুপ,, প্রকৃতির অকৃত্রিম আবাহন.. সবকিছুই আচ্ছন্ন করে রেখেছিল গত ৩ টি দিন। দেশের মানুষের দেশ দেখা যে কতো জুররি সেটা আবার উপলদ্ধি করলাম। গিয়েছিলাম বান্দরবান। কয়েকজন মিলে দূরের পথে। ঢাকা থেকে যাত্রা শুরু হয়ে চট্রগাম পেরিয়ে বান্দরবান।

সেখান থেকে থানছি। সেখান থেকে তিন্দু। তিন্দু থেকে রামাক্রি। ফিরতি পথ এভাবেই। পূঁজোর ছুটি কেটেছে স্বপ্নময়।

কি যে ফেলে রেখে এসেছি, সেই পাহাড় আর নদী ঘেরা অপরুপ প্রকৃতি আর ভালবাসা। মনে হচ্ছিল আরো কিছুটা সময় থেকে যাই.. . . . . দেশটা আমাদের কতো যে সুন্দর. .
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.