'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'
;;
;;
;;
এখন বাংলা ব্লগের সংখ্যা অনেক। ব্লগারের সংখ্যাও অনেক। কিন্তু সবাই কি ভালো ব্লগার? এই প্রশ্নের উত্তর পরে খোজা যাবে। আপাতত দেখা যাক কিভাবে বুঝবেন আপনি ভালো নাকি খারাপ ব্লগার।
প্রয়োজনীয় উপকরণঃ
> একটি কম্পিউটার।
> ইন্টারনেট সংযোগ।
> বাংলা লেখার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি।
পদ্ধতিঃ
১। সোনা ব্লগে(মতান্তরে সোগা ব্লগ) রেজিস্ট্রেশন করুন।
২।
এবার সেখানে একটি পোস্ট লিখুন।
৩। অথবা সামুতে প্রকাশিত যেকোন লেখা ওখানে কপি পেস্ট করুন।
৪। তারপর লেখাটি পাবলিশ করুন।
৫। পাবলিশ করে এক ঘন্টার জন্য বাইরে থেকে ঘুরে আসুন, অথবা মুড়িও খেয়ে আসতে পারেন।
পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত প্রক্রিয়া-১--
এক ঘন্টা পরে এসে আপনার পোস্টের রেটিং ভালোভাবে লক্ষ্য করুন।
০ টি প্লাস ও ২০ টি মাইনাস
>>> আপনি ফাটাফাটি লেখক, আসেন ভাই বুকে আসেন।
৫ টি প্লাস ১৫ টি মাইনাস
>>> আপনেও ভালো লেখক।
ছিলেন কই এতোদিন? আসেন ভাই, আপনেও বুকে আসেন।
১০ টি প্লাস ১০ টি মাইনাস
>>> আপনে মোটামোটি সুশিল লেখক। ছাগু সহ সবার মন যোগাইয়্যা চলার ক্ষমতা আল্লাহপাক আপনাকে দিয়েছেন।
১৫ টি প্লাস ৫ টি মাইনাস।
>>> ছাগু হিসাবে আপনার আরো পরিশ্রম করতে হবে।
মগবাজারে আপনার ভবিষ্যত উজ্জ্বল।
২০ টি প্লাস ০ টি মাইনাস।
>>> দূরে গিয়া মরেন গন্ধ আসে।
পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত প্রক্রিয়া-২--
মন্তব্যগুলো ভালো ভাবে লক্ষ্য করুন।
২০ বার ভাদা কিংবা বাকশালী ডাক শুনেছেন।
>>> আসেন ভাই, বুকে আসেন। মন খারাপ কইরেন্না। আমিও আপনার মতো বাংলাদেশের গর্বিত দালাল।
২০ বার ভাইয়্যা ডাক শুনেছেনঃ
>>> ধুর্মিয়া। ভাগেন।
কিছুই শুনেন নাই।
>>> আপনে সুশিল। আসলামুয়ালাইকুম। ক্যামন আছেন?
পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত প্রক্রিয়া-৩-
>>> আপনার পোস্টটি উধাও হয়ে গেছে। মানে সরিয়ে ফেলা হয়েছে?
আপনে বুকে আসেন।
আপনারে টুপি খোলা লাল সালাম।
আপনার বিরুদ্ধে ৩ টি কাউন্টার পোস্ট এসেছে?
>>> চমৎকার। আপনিই তো আগামীদিনের কান্ডারি।
আপনার পোস্টটি স্টিকি করা হয়েছে?
>>> মগবাজারে দৌড় দেন। তাড়াতাড়ি প্যামেন্ট আনতে যান।
আজকের মতো বিদায়। টাট্টা।
ছাগুরা মাইনাস দিতে পারো। মাইন্ডামুনা।
বি দ্রঃ এটি একটি "সিম্বলিক" পোস্ট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।