আমাদের কথা খুঁজে নিন

   

বিদ'আত কি ও এর পরিণতি কি? (হাদীসের সাহায্যে তার ব্যাখ্যা)

আমার ব্লগে তোমাদেরকে স্বাগতম!!! ব্লগ পড়া নিষেধ....

বিদ'আতঃ বিদ'আত হচ্ছে ধর্মীয় বিষয়সমূহে নিজের পক্ষ থেকে কোন কিছু সংমিশ্রণ করা। নিম্মে বিদ'আত ও তার পরিণতি সম্পর্কে কয়েকটি উল্লেখযোগ্য হাদীস বর্ণনা করা হলঃ হাদীস-১ : হযরত আয়েশা (রাঃ) সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- "যে আমাদের ধর্মে এমন কোন বিষয় উদ্ভাবন করবে যা তাতে নেই, তবে তা প্রত্যাখ্যানযোগ্য। " -বুখারী, মুসলিম। হাদীস-২ : হযরত আবূ হুযায়ফা (রাঃ) সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- "আল্লাহ তা'আলা বিদ'আতীর না রোজা কবূল করেন, না হজ্জ, না নামাজ, না ফরজ ও নফল কোন ইবাদাত। সে ইসলাম হতে সেরূপ বের হয়ে যায়, যেরূপ আটা থেকে চুল বের করে নিক্ষেপ করা হয়।

- ইবনে মাজাহ। হাদীস-৩ : হযরত ইরবাজ বিন সারিয়া (রাঃ) বর্ণনা করেন, একদা সাহাবাদেরকে উপদেশ দানকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- "প্রত্যেক বিদ'আত গুমরাহী আর গুমরাহীর পরিণাম জাহান্নাম। - আবূ দাউদ, তিরমিযী। হাদীস-৪ : হযরত উযাইফ ইবনুল হারিস (রাঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, "কোন সম্প্রদায় যখন কোন বিদ'আত উদ্ভাবন করে, তখন সে সম্প্রদায় হতে সুন্নাত উঠিয়ে নেয়া হয় এবং তারা সুন্নাতের বরকত থেকে বঞ্চিত হয়ে যায়। - আহমদ, বাযযার।

হাদীস-৫ : হযরত আমর বিন আউফ (রাঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- " যে ব্যক্তি কোন মন্দ এবং শরীয়াত বিরোধী বিষয় নবোদ্ভাবন করবে, তাতে তার নিজেরও গুনাহ হবে এবং সে সকল লোকের গুনাহও তার উপর বর্তাবে, যারা সে নবোদ্ভাবিত বিষয়ের উপর আমল করবে। - মুসলিম, নাসায়ী, ইবনে মাজাহ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.