বদল প্রয়াসী এই জীবনের জোয়ারে কেবল অন্তঃশীল একটি দ্বীপের মতো সবার গোচরহীন আছি আজো সুদূর সন্ধানী!
আমাকে দাও কাউকে যে রঙ দাওনি আজো
পাখির পালক,নরম তুলি চাই না আমি
বৃষ্টিজলে ভেজানো হাত,হাতের আদর
অন্ধকারে গন্ধরাজের মাতাল সুবাস
চাইনা কিছুই,
সম্প্রদানে সব দিয়ে দাও যাকে খুশি
মেঘলা দিনে রবীন্দ্রনাথ,চাঁদনি রাতে গান শোনানো
থুতনিতে ঘাম বিন্দু ফোটা কৃষ্ণচূড়া লাল ভেজানো
তালপাখাটায় বাতাস পাবে যে কোন কেউ
আপত্তি নেই
আমার কেবল ছোট্ট দাবি
মধ্যরাতের রংধনুটা কেবল আমার
ইচ্ছেমতো ভেঙ্গেচুরে রঙ মেশাবো তোমার হাতে
আচলে মেঘ ধূসর,কালো,ফরসা,হলুদ স্বচ্ছ নীলের
গোপন তিলের সবখানি প্রেম একলা আমার
আমাকে দাও,আমাকে দাও যেটুক আমার পাওনা ছিল।
২:৫৮
১৭অক্টোবর ,২০১০
ময়মনসিংহ
ক্যাডেট কলেজ ব্লগে পূর্ব প্রকাশিত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।