উড়তে ঘুরতে
শিউলী আমার অনেক প্রিয় একটা ফুল...ছোটবেলায় বছরের অন্য সময় আমাকে সকাল বেলা জোর করে উঠাতে হতো কিন্তু শুধু শিউলী ফুল এর সময় মানে এই শরৎকালে নিজেই সবার আগে ঘুম থেকে উঠতাম শিউলী ফুল কুড়ানোর জন্য..ভয় থাকতো মনে কেউ যেন আমার আগে ফুল না নিয়ে নেয়..আমাদের বাসার গাছের ফুল তো কুড়াতামই সেই সাথে আশেপাশের বাড়ির গাছেরও ফুল কুড়াতাম...সেই ফুল বাসায় এনে প্রত্যেকদিন মালা বানাতাম...কি সুন্দর দিনগুলো ছিলো..
এখন মনেই থাকেনা কখন শরৎকাল আসে...আজকে হটাৎ দেখি আমার সেই গাছে ফুল ফুটেছে..তবে আগের মত না,অনেক কম,,, দেখেই মনটা কেমন জানি হয়ে গেলো,ছবি তোলার লোভ সামলাতে পারলাম না...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।