আমাদের কথা খুঁজে নিন

   

শিউলী তোকে চিঠি



শিউলী মনা জানিস ,খুব ইচ্ছে করে একদিন তিস্তা নদীর পারে শিমুল গাছটার নীচে যাই। মনে পড়ে একবার শীতে খুব ভোর সকালে শীতের কুয়াশামাখা তিস্তা নদীর পাশে আমরা? ভোরের ট্রেন ধরেছিলাম সবাই.......। তিস্তা ষ্টেশনে নেমে সবাই মিলে রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে নদীর ধারে পৌছেছিলাম......। শিমুল গাছটার নীচে বসেছিলো সবাই....। তুই আর আমি গল্প করতে করতে তিস্তা ব্রীজের উপর দিয়ে হাঁটলাম.....দু'পাশ দিয়ে কোন ট্রেন আসার কোন সম্ভাবনা ছিলো না বলে আমাদের যেতে দিয়েছিলো।

কত রাজ্যের গল্প করছিলাম আমরা.....অসম্ভব মায়াবী একটা মেয়ে ছিলি তুই। তুই একজনের গল্প করছিলি যাকে তোর খুব ভালো লাগে....যার জন্য তুই অপেক্ষায় থাকিস । কি আশ্চর্য্য সেই ছেলেটি আমাকে তার ভালোলাগা জানিয়েছিলো এর ক'দিন আগেই। সেটা যে শুধু ভালোলাগাই ছিলো তা জানতে বেশীদিন লাগেনি......(কৈশোর ভালোলাগা গুলো এমনি.....। এত মায়া ,এত টান ...।

অথচ ঘুড়ির সুতার মত হুট করে ছিড়ে যায়। ) সেই মূহুর্তে আমি ও সেই ভালোলাগার আবেশে কেমন বুঁদ হয়েছিলাম.... তোকে কিছু লুকাইনি। সব জেনে তুই নিশ্চুপ ছিলি কিছুক্ষন। তোকে হারানোর ভয়ে তোর হাত দুটো চেপে ধরেছিলাম। তুই আমাকে জড়িয়ে ধরে বলেছিলি...."সব কিছু ছাড়তে পারি তোর জন্য।

সব ভালোলাগা ,সব কিছু। " দু'জনে ব্রীজটার উপর ঠায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষন। আজ অনেক অনেক বছর পরেও বন্ধুত্বের নির্মল ভালোবাসায় আজো তুই হৃদয়ের খুব কাছে। যে কোন আনন্দ ,যে কোন সুখ ,যে কোন দুঃখ অনায়াসে ভাগ করি আমরা........দুরত্ব কোন ব্যাপার না আমাদের কাছে। যুগ পার হয়ে যুগ এগোয়......তুই আমি আগের মতন দুই শালিখ বন্ধু।

অথচ সেই ছেলেটা যার ভালো বাসা পাসনি বলে তুই চোখের জল ফেলেছিলি। আর যার ভালোবাসা পেয়ে আমি চোখের জলে ভেসেছিলাম.....সে হারিয়ে গেলো পৃথিবী থেকে। অকালে। শুনেছি মাথায় টিউমার ছিলো। প্রিয়তমা নারী,সন্তান ফেলে ও সেই কবেই হারিয়ে গেছে ....... তিস্তা পারে আমাদের খুনসুটি, আমাদের প্রানোচ্ছল ভালোবাসার সেইসব দিন এখনো চাইলেই চোখের তারায় ফিরে আসে..... আমাদের আর বন্ধু সান্তনা আমাকে চিঠিতে লিখেছিলো......... "যে যেখানে যতদুরেই থাকি না কেনো।

যোগাযোগ থাক বা নাই থাক। দেখা হোক বা নাই হোক....যেনো বেঁচে থাকি। অকালে হারিয়ে যায় না যেনো কেউ........। কারো কথা মনে পড়লে যেনো ভেবে আশ্বস্ত হই ,সে ভালো আছে। " ভালো থাকিস বন্ধু আমার........।

আমাদের বন্ধুত্বের অমল ধবল দিন গুলো সারা জীবন সজীব হয়ে থাক......। আমার যত দুরে থাকি না কেনো...... আমাদের বন্ধুত্বের নদীতে যে ভালোবাসা বয়ে যায়...........তা যেনো সংক্রামিত করে তাদেরকে যারা আমাদেরকে ভালোবাসে.........। যারা বন্ধুদেরকে ভালোবাসে। তোর মনা (এই চিঠির ভালোবাসা ছড়িয়ে যাক সবখানে........। অনেক দিনের বন্ধু দীনা,লুলু,শান্তু,মেরীনা,দিপ্তী,তনা,মনো,নাজু,রানু,শেলী,অনুপমা ,টুটু,পারু এবং আরো অনেকেই যারা যে যেখানে আছে ..বিশ্বাস করি ভালো আছে,সুস্হ আছে।

ওদের সবাইকে বলতে ইচ্ছা করে.................. "আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়নজলে , কারন কেহ শুধাইলে নীরব হয়ে রই.............. ওলো সই,ওলো সই, আমার ইচ্ছা করে তোদের মত মনের কথা কই। )"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।