আমাদের কথা খুঁজে নিন

   

শিউলী ফুল...আমার শৈশব...

আমি সুজয়.........

শরতের এই সময়টায় শিউলী ফুলের ঘ্রাণ অনেক দূর শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। পটুয়াখালীতে আমার বাসার পাশে একটা শিউলী গাছ ছিল। রাতের বেলায় শিউলীর ঘ্রাণে সারা ঘর ম-ম করত। সকাল বেলায় শিউলী তলায় সাদা-জাফরানী'র সে কি সমারোহ!! এখনো শিউলী দেখলে আমার বড় ঐ দিনগুলোয় ফিরে যেতে ইচ্ছে করে। বিশেষ করে পুজার ঢাকের বাদ্যের সাথে শিউলীর পাগল করা ঘ্রাণ!!! আমাকে নিয়তই টানে!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।