আমাদের কথা খুঁজে নিন

   

পূজায় রুপসী কণ্যা অত:পর...........

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।

এই মাত্র পূজা মন্ডপ থেকে আসলাম। কাছাকাছি দুটো এলাকায় হেটেই গেলাম। বন্ধুদের সাথে দেখা হল। বেশ ভাল লাগল।

লেজার লাইটের খেলা আর বড় সাউন্ড সিস্টেম এবারের নতুন আকর্ষণ। সিলেট রাগীব রাবেয়া মেডিকেল এলাকায় যে মন্ডপ, সেখানে স্টেজ এমন ভাবে সাজিয়ে লেজার লাইট ফেলছে, মনে হল সব কিছু আকাশে উড়ছে। লেজার লাইটের বিন্দুগুলো আকাশের জ্বলজ্বলে তারার মত মনে হল। আন্ডা বাচ্চা থেকে বুড়ো বুড়ি সবাই দলে দলে আসছে। এতো লোক জনের মধ্যে হঠাৎ চোখ আটকে গেল অপরুপা সুন্দরী এক মেয়ের দিকে তাকিয়ে।

মনে হল সবে কুঁড়িতে পা দিয়েছে। সেও এক মনে পূজা অর্চনা দেখছে। তবে ততখনে আমি পূজা ছেড়ে মেয়েটিকে দেখছি। বলা যায় নির্লজ্জের মত। মনে মনে বলছিলাম, একবার এদিকে তাকাও মেয়ে।

সামনা সামনি একটু দেখি। না তা আর হল না। বন্ধুদের তাড়াহুড়াতে চলে আসবার জন্যে পা বাড়ালাম। দু পা গিয়েই আবার পেছন ফিরে তাকালাম মেয়েটিকে দেখার জন্যে। ঠিক তখন সে ঘুরে দাঁড়িয়েছে।

ভাগ্যক্রমে দেখতে পেলাম বাঙ্গালী নারীর পূজনীয় সৌন্দর্য। বাংলাদেশকে যেমন রুপসী বাংলা বলা হয় আমার মনে হল তাকে বলা যায় রুপসী মায়া। যা হোক মনের অজান্তে তাকে নিয়ে ভাবতে ভাবতে লিখতে বসেছি। এই লেখায় মায়াবী সেই নারী স্মৃতি হয়ে বেঁচে থাক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.