আমাদের কথা খুঁজে নিন

   

এ সপ্তাহে আমার মিউজিক প্লে লিস্টে যেসব গান চলছে..



[প্রথমেই বলে নেই, আমি সঙ্গীত বোদ্ধা নই। বিশেষ কোন ধরনের সঙ্গীতের প্রতি মোহ নেই। যা ভালো লাগে তাই শুনি। গানগুলোর প্রতি আমার আবেগ ভালো লাগা মতামতগুলো তাই যুক্তিহীন ধরে নিলেই খুশি হব। গানগুলোর টাইটেলের সাথে ইউটিউব লিংক জুড়ে দিলাম।

দুই একটা গানও যদি আপনাদের ভালো লাগে তবে মন্দ হয় না। ] ১. Satellite 15...The Final Frontier - Iron Maiden এ গানটা সম্পর্কে বলার আগে ব্যক্তিগত কিছু কথা বলা দরকার। এ বছর Maiden এর Final Frontier টুর ধরার সৌভাগ্য আমার হয়েছিল। চোখের সামনে স্টেজে এক এক করে আমার স্বপ্নের ব্যান্ড মেম্বাররা আসলেন, গাইলেন আর আমাকে নতুন করে জয় করলেন। সেই অনুভূতি দিয়ে একটা বই লেখা যাবে।

যাই হোক, সবার পরে স্টেজে উঠেন ভোকাল ব্রুস ডিকিনসন। উঠেই তিনি ওয়ারলেস মাইক্রোফোনটা হাতে নিয়ে বললেন, "There’s music fans.... there’s metal fans, and then... there’s Iron Maiden fans" আমি একজন Iron Maiden fan। যাইহোক গানটা তাদের নতুন অ্যালবাম ফাইনাল ফ্রন্টিয়ারের প্রথম Track. ইন্ট্রোর মত। আবার দুইটা গান একসাথে করা। আপনার মনে হবে আরেকটা ট্রাকে চলে গেছেন।

শুরু হবে অতিপ্রাকৃত ট্রাইবাল ড্রামবিট দিয়ে। শুনলে মনে হয় মহাযজ্ঞ আসন্ন, তারই প্রস্তুতি চলছে। এই অ্যালবামে আরো কিছু ভালো গান আছে। কিন্তু এই মুহূর্তে এটাই শুনছি। ২. All for one - Blackmore's night আমার খুবই প্রিয় একটা ব্যান্ড।

মন ভালো করার জন্য এদের গানের তুলনা হয়না। আমার প্রিয় ব্যান্ডগুলোর মধ্যে এদের কনসার্ট দেখা বাকি আছে। দেখার জন্য আমিও অধীর আগ্রহ নিয়ে বসেও আছি। ফোক রক অনেকেই শুনেনা। তবে আমার প্লেলিস্টে এদের গান সবসময় থাকে।

তবে যাদেরকে দিয়েছি সবারই ভালো লেগেছে। এই গানটা তাই আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ৩. The best is yest to come - Scorpions এ বছর স্কর্পিয়নস এর কনসার্টে তারা গানটা গায়। সেখানেই গানটা প্রথম শোনা। অসাধারণ একটা গান।

গানের কথাগুলো অবশ্যই আপনাকে আপ্লুত করবে। গানটাও চমৎকার। ৪. You make me feel - Bonfire গানটার প্রতি আমার ভালোলাগা অনেক দিনের। তখন ইন্টারনেটের এমন রমারমা অবস্থা ছিলনা। গানটা শুনতাম কিন্তু কে গেয়েছিল জানতাম না।

দুই বছর এভাবেই গেল। মনের মধ্যে খচখচ নিয়ে গানটা শুনে গেছি। অনেক পরে জেনেছি ব্যান্ডটির কথা। অসাধারণ একটা রোমান্টিক বালাড। ৫. Better than me - Hinder গানটা আমি প্রথম শুনেছিলাম মিউজিক ভিডিও টা দেখে।

এরপরই ভালো লাগা। অসাধারণ ভিডিও। গানটাও অনেক সুন্দর। আরেকটি রোমান্টিক রক। ৬. We're not gonna take it - Twisted Sister আরেকটি রক নাম্বার।

গানটা শরীরে একটা আলোড়ন তুলে। সবকিছু ভেঙ্গে ফেলতে ইচ্ছা করে। আবার ভালোও লাগে খুব। ৭. What're you doing - Beatles অ-সাধারণ একটি গান। বিটলস আমার খুব প্রিয় একটা ব্যান্ড।

এদের প্রায় সব গানই ভালো। কিন্তু এই গানটা কেন এত বিখ্যাত হয়নি আমার জানা নাই। খুব সুন্দর একটি রোমান্টিক নাম্বার। ৮. নিঝুম রাত - এলিটা-মেহেদী আমি এলিটার গানের একজন বড় ভক্ত। এই গানটা আমার খুব ভালো লাগে।

মন খারাপ করিয়ে দেয়। ভিডিওটাও চমৎকার। ৯. ধূসর মানচিত্র - ওয়ারফেইজ গানটা সবসময় আমার প্লেলিস্টে থাকে। বিশেষ করে একুশে ফেব্রুয়ারির মিউজিকটা আমার অসম্ভব ভালো লাগে। দেশের বাইরে থাকি।

গানটা শুনলে মনে হয় দেশটা পাশে আছে। ওয়ারফেজ আমার মতে দেশের শ্রেষ্ঠ রক ব্যন্ড। আর্টসেল ভালো তবে ওয়ারফেইজ এর ধারে কাছে কোন রক ব্যান্ড যেতে পেরেছে বলে মনে হয়না। ১০. The day that never comes - Metallica মেটালিকার বড় ভক্ত নই। মেইডেন শুনার পর থেকে মেটালিকা আর ভালো লাগেনা।

তবে এইটা আমার খুব প্রিয় একটা গান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.