বাংলাদেশে সাদ্দামকে নিয়ে মানুষ খুব লাফালাফি করেছে। তার কারণ পশ্চিমা মিডিয়াই সাদ্দামকে হিরো বানিয়েছিল। পশ্চিমা নেতারা জানতো আসলে সাদ্দামের হাতে তেমন কোন মারনাস্ত্র ছিল না। সাদ্দাম এবং তার সঙ্গীরা এমন কোন আদর্শের অনুসারী ছিল না যে আদর্শ সাদ্দাম ও তার সঙ্গীদেরকে পাশ্চাত্যের প্রচণ্ড হামলার মুখে দৃঢ় রাখবে। তাহলে কেন তারা সাদ্দামকে হিরো বানিয়েছিল? এর কারণ হলো পশ্চিমাদের পরিকল্পনা ছিল সাদ্দামকে নিশ্চিহ্ন করে দেয়ার।
এর মাধ্যমে তারা মুসলিম দেশগুলোতে পশ্চিমা বিরোধী সরকার এবং আন্দোলনগুলোকে এই বার্তাই দিতে চেয়েছে যে, তোমাদের হিরোকে আমরা এত সহজেই নিশ্চিহ্ন করে দিলাম কাজেই বেশি লাফালাফি করলে তোমাদের পরিণতিও তাই হবে। কিন্তু ইরানের ব্যাপারে আমরা ব্যাতিক্রম দেখতে পাচ্ছি। বুশের আমল থেকেই শুনে আসছি আমেরিকা ইরানে হামলা করবে। ইরানীরা এসব হুককিকে থুরা আমলে নিয়েছে। আজ ইরানের প্রেসিডেন্ট ইসরাইলের সীমান্তে দাড়িয়েঁ যেভাবে আমেরিকা এবং ইসরাইলের বিরুদ্ধে কথা বললেন তাতে মনে হচ্ছে আসলেই ইরানকে কাবু করা পাশ্চাত্য বা ইসরাইলের সাধ্য নেই ।
আহমাদিনেজাদের লেবানন সফরের খবরা খবর জানার জন্য এখানে ক্লিক করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।