আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের বিজয়ে কিছু বাঙ্গালীর মন্তব্য

তাশফী মাহমুদ

বাংলাদেশের বিজয়ে কিছু বাঙ্গালীর মন্তব্য --- *কারো না কারো ব্যাটে ভর করে এগিয়ে চলে ক্রিকেট বিশ্ব হোক না সে টেনডুলকার-গিলক্রিষ্ট-ধনি-সেবাগ- ব্রায়ান লারা অথবা সাকিব আল হাসান। আজ তুমি করেছো তাই তুমিই নায়ক। তোমার দিকে তাকিয়ে গোটা ক্রিকেটপ্রেমী বন্ধুরা। তোমার এগিয়ে চলা হোক আমাদের নিত্য আন্দবার্তা। *আমরাও পারি.।

সিরিজ জিততে, কাউকে সিরিজ হারাতে..। *সাবাস বাংলাদেশ ক্রিকেট টিম । Congratulation Bangladesh Tiger Cricket Team !!!!!!!!!!!!!!!! সাকিব বিশ্বের সেরা ক্রিকেটার সবাইকে মানতেই হবে । সাকিবের কেরিয়ারের প্রথম ম্যাচ গুলো দেখে একটা ম্যাচে ফেষ্টুনে লিখেছিলাম " সাকিব তুমি কচ্ছপের মতো এগিয়ে যাও খরগোস হবার দরকার নাই । আমরা চাই তুমি বিজয়ী হও দলকে বিজয়ী কর ।

শুভ কামনা রইল । বিশ্বকাপ ২০১০ তে আমরা আর pocket team হিসেবে থাকব না... *খুশিতে কথা বলার শক্তি হারিয়ে ফেলছি......... *সফিক ভাই এর অবগতির জন্য জানানো যাইতেছে যে, আমরা ইতোমধ্যে সিরিজ জয় লাভ করিয়াছি, এখন শুধু কিইউদের হোয়াইট ওয়াস করিবার অপেক্ষায় ......!!!!! আর সংবাদ কর্মী ভাইদের প্রতি আমার অনুরোধ দয়া করিয়া আপনারা সিরিজ চলাকালিন খেলোয়াড়দের পাম প্রদানের মাধ্যমে খেলোয়াড়দের আসমান সমান উচ্চতায় তুলিবেন না। অতীত অভিজ্ঞতায় দেখা যায় এর ফলে পরবর্তী ম্যাচে তারা ধপাস করিয়া মাটিতে খাতাবালিস ছাড়াই পড়িয়া যান। এবং সেই সময় আপনারাই প্রবল উতসাহে তাহাদের প্রেস্টিজের বারোটা বাজাতে ব্যাস্ত হয়ে পড়েন। যা আমাদের জন্য দঃখ জনক।

*শুভেচছা বাংলাদেশ দলকে । বোর্ডকে অনুরোধ বাংলাদেশ দলকে ভাল এবং ফিটিং জার্সি দিন। জার্সিগুলো নিয়ে ক্রিকেটাররা মোটেও খুশী নয়। তারা ব্যাট-বল করবে, নাকি নিজেদের ঢিলা জার্সি ঠিক করবে। জার্সির হাতাগুলো এত বড় যে বল/ব্যাট করার সময় ক্রিকেটাররা বারবার টেনে তোলে , যা দেখতেও ভাল লাগে না ।

বাংলাদেশ দলকে ফিটিং জার্সি দিন , তাহলে তারা আত্মবিশ্বাসী হয়ে খেলতে পারবে। *ইস ! বাড়িতে ডেকে এনে এভাবে অপমান !!! *বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন! যারা এখনো সোৎসাহে সিরিজ জয়ের কথা বলছেন, তাদের অবগতির জন্য বলছি, ছয়বার বলটি ছুঁড়লে এক ওভার হয়, খেলাটি একটি কাঠের সুন্দর টুকরা (যাকে ব্যাট বলে) দিয়ে একটি বলকে আঘাত করে দৌড়ে অথবা বলটিকে সীমানা পার করে রান করতে হয়। আপনাদের উৎসাহের জন্য ধন্যবাদ। *সাকিব আর সাফল্য,কি দারুন মিল. সা+সা... Sakib proves again that he is the best alrounder in the world....Congrats to all tiger.বাংলার বাঘ এখন কিউই পাখিকে খাবে(white wash).... *বিগত কিছুদিনের অঘটন,দূর্ঘটনা আর প্রাকিতিক দূর্যোগ এর আমবস্যা তে আমাদের ক্রিকেট দলের এই সিরিজ জয় হচ্ছে পূর্ণিমার চাঁদ...best of luck our tiger *ভাবতেই ভাল লাগে bating এ ১ ২ ৩ এবং ৫ ভাল করছে মাসরফি এর সাথে সাইফুল রুবেল পেস বলিং তা ভাল এখন ৪ নামবার batsman পেলে .. ইশ আসরাফুল যদি তার talent এর সুবিচার করতে পারত.. তাহলে ৯৬ এর Sirilanka এর মত perform করার মত দল আমাদের আছে,এটা আকাশ কুসুম আশা না *** মন্তব্যগুলো প্রথম আলো থেকে নেওয়া, বাঙ্গালী যে আবেগপ্রবন জাতি তা প্রমাণিত হয় এয় মন্তব্যগুলো থেকে, এই মন্তব্যগুলো দেওয়া হয়েছে কিছু মজার জন্য,আমাদের বিজয়কে উদযাপন করার জন্য,কাউকে ছোট করার জন্য নয়***

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.