আমাদের কথা খুঁজে নিন

   

চিলির মানুষকে বাঁচানো হয় বাংলাদেশের মানুষকে মারা হয়

andharrat@জিমেইলডটকম

আমার একটা বদঅভ্যাস আছে সব কিছুতেই তুলনা করতে লেগে যাই। স্হান কাল পাত্র ভাবিনা, দেখি আন্তরিকতার ঘনত্বকে। দেখি স্বার্থপরতার কোন দূর্গন্ধ কোথাও লেগে আছে কিনা। চিলির গভীর খনিতে দীর্ঘদিন থেকে আটকে পড়া মানুষগুলোকে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। সম্মিলিত প্রচেষ্টা আর আন্তরিকতার প্রমাণস্বরূপ কয়েকজন ইতিমধ্যে উপরে উঠে এসেছেন, আনন্দ আর আবেগের মিশেলে সবাই একাকার।

এরা কেউ আমাদের আত্নীয় বা পরিচিত নয় তবুও তাদের উঠে আসাতে বুকের এক পাশে আনন্দের অশ্রু ঝরে। আমাদের দেশে কুপিয়ে, খুনিয়ে, জ্বালিয়ে, পুড়িয়ে আর সম্পদের বিশাল ক্ষতি করে চরম নিষ্টুরতার পরিচয় দিলেও কেউ আর এখন গা করেনা। আমাদের এটাই যেন অতি স্বাভাবিক । এক কালো জীবন যাত্রায় আমরা অভ্যস্হ। দয়া-মায়া, বিবেক-বুদ্ধি, সহনশীলতা, দেশপ্রেম কার কাছে যেন বিক্রী করে দিয়েছি।

কোথায় আমরা আর কোথায় অন্যরা? অথচ আমাদের এমন তো থাকার কথা ছিলনা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.