চিলির প্রেসিডেন্ট নির্বাচনে সমাজতন্ত্রী নেত্রী মিশেল ব্যাচেলেত প্রথম রাউন্ডে জয়ী হয়েছেন। তিনি শতকরা ৪৬ দশমিক ৭৭ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও ছোটবেলার বান্ধবী ইভলিন ম্যাথহেই শতকরা ২৫ ভাগ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
গতকাল রবিবারের নির্বাচনে ব্যাচেলেত সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় তাকে পুনরায় নির্বাচনে অংশ নিতে হবে। আগামী ১৫ ডিসেম্বর পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,গত ২০০৬ সালে ব্যাচেলেত চিলির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।