নানা কারণেই পর্তুগালের বিরুদ্ধে পুরো শক্তিতে মাঠে নামতে পারেনি ব্রাজিল। পেস্ন মেকার কাকা লালকার্ড পেয়ে নিষেধাজ্ঞায়, আর আক্রমণভাগের দুই কার্যকর পারফরমার রবিনহো-এলানো পুরোপুরি ফিট না থাকায় খেলতে পারেননি। সব মিলে একটা ভাঙ্গাচোরা ব্রাজিল গ্রম্নপের শেষ ম্যাচ খেলেছে পর্তুগালের সঙ্গে। না হারলেও খুব ভাল খেলেনি। হলুদ সবুজ জার্সির চিরচেনা ব্রাজিলকে খুঁজে পাওয়া যায়নি।
এক ছন্নছাড়া বিবর্ণ ব্রাজিল। ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর, পি-কোয়ার্টার ফাইনালে ঐ ভাঙ্গাচোরা ব্রাজিলকে দেখা যাবে না। চিলির সঙ্গে সেরা ১৬-র লড়াইয়ে পুরো শক্তিতেই মাঠে নামবে ডুঙ্গার দল। পর্তুগালের সঙ্গে দুইবার হলুদ মানে লালকার্ড পেয়ে বহিষ্কৃত হন কাকা। যে কারণে নিষেধাজ্ঞায় পড়ে পর্তুগালের সঙ্গে আর খেলতে পারেননি।
আর আইভরিকোস্টের সঙ্গে ডান পায়ের গোড়ালিতে ব্যথা পাওয়া এলানোও মাঠে ফিরবেন। আর রবিনহোকেও ছোট একটা ইনজুরির জন্য বিশ্রাম দেয়া হয়েছিল। শেষ পর্যনত্ম ওঁরা তিনজনই আগামীকাল সোমবার চিলির বিরম্নদ্ধে সেরা ১৬-র লড়াইয়ে মাঠে নামবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।