আমাদের কথা খুঁজে নিন

   

আসুন, একটু থুতু ছিটিয়ে যান.....

<<মধ্যরাতের হাইওয়ে>>

রাজনৈতিক কোন পোষ্ট আর লিখব না, এমন সিদ্ধান্ত নিয়ে নেয়ার পরও গত কয়েকদিনের সরকার এবং বিরোধী দলের নেতাদের মন্তব্য এবং কর্মকান্ডে আবারও কিবোর্ড চাপতে বাধ্য হলাম। তবে আজ আর বেশি কিছু বলব না। শুধু একটি আহবান জানাতে এসেছি। এবং দেখতে চাই, আমার এই আহবানে কয়জন মানুষ সাড়া দেন। তার আগে দু-একটি কথা... গত কয়েক দিনে আমাদের দেশের পরিস্থিতি আগের চেয়েও হঠাৎ করে অনেক বেশি উষ্ঞ হয়ে উঠেছে।

বাতাসে লাশের গন্ধ, স্বজনদের বুক ফাটা আহাজারি, সরকারি দলের প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম, পাশাপাশি কুমিল্লায় বিরোধী দলের এক নতুন চমক। এগুলোর সাথে দুই মহিলার প্রলাপ। আমার মনে হয় আমরা বাংলাদেশীরা এই দুই মহিলার (পড়ুন ডাইনী) নাম দিনের ভিতর যতবার উচ্চারণ করি , সৃষ্টিকর্তা কিংবা প্রিয়জনকেও এতবার স্বরণ করি না। তারা আমাদের এমনই প্রিয়জন !! শুধু তাদের দু'টি মন্তব্যের দিকে দৃষ্টিপাত করি। চ্যালা-চামুন্ডাদের কথা বাদই দিলাম।

হাসিনা : " তিনি(খালেদা) যমুনা রিসোর্টে লাশের জন্য অপেক্ষা করছিলেন" খালেদা : "সরকার পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটিয়েছে" সত্যিই, খুব কষ্ট হয়, খুব। এই না হলে প্রধানমন্ত্রী আর বিরোধীদলীয় নেত্রী ! যেই মানুষগুলো মরছে তারা সবাই সাধারণ। পাশাপাশি আমিনবাজারে এত বড় একটি দুর্ঘটনা। তার কয়েকদিন আগে যাত্রাবাড়িতে আগুন লেগে বেশ কিছু লোকের অকাল প্রাণহানী। পাশাপাশি প্রতিদিন নতুন নতুন মৃত্যু সংবাদ।

লাশের সারি গুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কোন খবর নাই। কারও কোন মাথা ব্যথা নেই । কোন কোন ক্ষেত্রে সরকার এবং প্রশাসন নিজেরাই সাংঘর্ষিক হয়ে উঠেছে। ব্যর্থতার পাল্লা ক্রমশই ভারী হচ্ছে সরকারের।

বিরোধীদলের নেই কোন গঠনমূলক কর্মকান্ড। আর তেনারা আছেন , গদির কামড়াকামড়ি নিয়ে। সালার ম্যাংগো পিপল আমরা। জানতে ইচ্ছে হয়, আপনারা এই যে লাশগুলো নিয়ে এমন বিবেকহীন মন্তব্য করে যাচ্ছেন, একটিবারের জন্যও তো খোজ নেননি, তার পরিবার -পরিজনদের। হয়তো ওই লোকগুলোই ছিল সেসব পরিবারের শেষ ভরসা।

জানি নিবেন না। কেননা, এমন মৃত্যুতে তো আপনাদের কিছুই যায় আসে না। আপনারা শুধু পারবেন হিংস্র হায়েনার মত কিভাবে একজনের উপর আরেকজন হামলে পড়া যায়। ছি : ধিক আপনাদের। আমার আপনি করে বলতেও মুখে বাধে।

আজকে কোথায় যেন পড়লাম, একজন বলেছেন, জীবিত থাকলে আমরা ভোটার আর মরে গেলে লাশ। এর বাইরে আমাদের আর কোন পরিচয় নেই। থু.... তোদের মুখে থুতু ছিটিয়ে গেলাম। আর কেউ না থাক আমার পাশে, সমস্যা নেই। আমি একাই থুতু দিয়ে গেলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.