আমাদের কথা খুঁজে নিন

   

সোলার প্যানেল মানুষ

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

মানুষ যেহেতু আলস্য ভালবাসে, তার পেটও একদিন বৃক্ষের মতো সোলার প্যানেলে চলবে। রোদে হাটলে খিদে মিটবে। বসে থাকলে শেকড়ের পাম্প আর ক্লোরোফিলের সুর্য কনভার্টারে খিদে মিটবে। জঠরের ক্ষুধা ফুরাবে। পেটের দায়ে পৃথিবী ঘোরার লালন-হেগেলের তত্ত্ব বিকল হবে।

সেই অবসরে বিশ্বব্রম্মান্ডের অন্যপ্রান্তে পাড়ি দিতে বৈঠকে বসতে পারে সবাই। যে ভাবনাগুলোতে মাথা দরকার, যে অঙ্ক ডেস্কে পড়ে আছে সেগুলো কষে ফেলতে পারে। কতটা উন্নতি আসবে সেই যুগে? নাকি চাহিদার প্যাকেটগুলোই শুধু চকচক করবে? খাই খাই জিহ্বাটা ছোট হলে প্রকৃতির ক্ষতি হয় না। সে তো ভগবানের দাঁত নয় যে প্রার্থনা চিবিয়ে খেতে হবে। আর টিকে থাকার সংগ্রাম তো সেই কবে ফিকে হয়েছে! যদি মানুষ গাছ হয়, খেতে পারে বিনিময়ের পয়সা ছাড়া, সেখানে একদিন অতীত বিক্রি হবে ভিটামিন রসে।

সোনায় মুড়ে থাকবে এই অচল বৃক্ষের চিরল পাতার স্ত্রী, গাছেদের ক্যালেন্ডার লাগেনা তবুও প্রশাখার হাতে ঝুলবে দামী রোলেক্স। আরব শেখদের মতো ফুলের গর্ভদন্ডদের জন্য আলাদা কনডমের ফ্যাক্টরী হবে, মৌমাছিদের ব্যাভিচার হবে। কচি অঙ্কুর ইভটিজিং এর জন্য হবে সমাজছাড়া। ধরনীর মায়ের বুকের মাটি কেটে বিক্রি হচ্ছে আজ, বিনামুল্যকে নিজের করতে উকিলেরা ঘাম বেচে চলছে। ঝরণার পানির গায়ে ডলারের লেবেল।

অক্সিজেনকে বোতলে ভরে পয়সা চেয়েছে, কখনো জ্যাকসনদের শান্তি দিতে চেম্বারে বৃক্ষের নি:শ্বাস বিক্রি হয়- ধনবানেরা ফুল কিনে, খনির হীরা কেটে বিনিময়ে ভালবাসার শেষ বিন্দুকে ফিডারে চুষে খেতে থাকে। লোভ বিক্রি করে কি সুখে থাকবে অসুখী বৃক্ষরা? অণুপরমানুরা ছুটছে বেতন ছাড়া। বস না ধমকালেও তারা ঘুরে বেড়ায় কক্ষপথে, ঘুম নেই। বেতারে বিপদ সঙ্কেত। ধেয়ে আসছে ধ্বংশের উল্কা।

সেই প্রাচীন ভালবাসার বর্ম, আর বেঁচে থাকার পাথুরে ইচ্ছেটা তাকে ঠেকাতে পারে। নাহলে অহংকার নিয়ে আর কতদিন টিকে থাকবে অস্থি মোড়া পচনশীল মাংস এবং ত্বক? ------ ড্রাফট ১.০ / জীবনানন্দদাশের ছায়ার ব্লগে মন্তব্যকৃত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.