আমাদের কথা খুঁজে নিন

   

সাশ্রয়ী সোলার সেল স্প্রে

বিজ্ঞানীরা জানিয়েছেন, তারা এমন একটি সিনথেটিক সোলার স্প্রে পেইন্ট তৈরি করেছেন, যা বেশ অল্পদামেই উৎপাদন করা সম্ভব। ইউনিভার্সিটি অফ আলবার্টার রসায়ন অধ্যাপক জিলিয়ান বুরিয়াক, এরিক লুবার এবং হোসনি মোবারক এ তিনজনের একটি গবেষণাদল স্প্রেটি তৈরিতে ফসফাইডের ক্ষুদ্র অণু ব্যবহার করেছেন। তারা আবিষ্কার করেছেন, এ অণুগুলো দ্রবীভূত হয়ে একটি কালিতে পরিণত হয়।
পরবর্তীতে যখন সে কালিটি স্প্রে করার পরে শুকায় তখন চিকন ফিল্মটি আলোতে নিয়ে এলে সেটির প্রতিক্রিয়া লক্ষ করা যায়। বুরিয়াক এবং তার দল এমন ক্ষুদ্র অণু ব্যবহার করেছেন যা আলো শোষণ করতে পারে এবং ফসফরাস এবং জিংক থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারে।
এ প্রযুক্তির ফলে কম খরচে সৌরকোষ তৈরি করা যাবে। ফলে সৌরকোষের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে নতুন দিগন্তের সূচনা হতে পারে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.