মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!
শাহরিয়ার নাফিস। নিজের ক্যারিয়ারে প্রথম অংশে নাফিসকে মনে হচ্ছিল বাংলাদেশ দল অপেনিং এ একপ্রান্তের একজন নির্ভরশীল ব্যাটসম্যান পাওয়া গেল। শুরুটা ভালো করে যাচ্ছিল, কিন্তু হঠাত করে ফর্ম হারিয়ে জাতীয় দল থেকে বাদ পড়ে শাহরিয়ার নাফিস। কিন্তু পরে বিদ্রোহী খেলোয়াড় হিসাবে বিবেচিত হয়ে গত প্রায় দেড় বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটও ছিলেন নিষিদ্ধ।
কিন্তু শাহরিয়ার নাফিসর নতুন করে প্রর্ত্যাবর্তন ক্রিকেট প্রেমিদের মনে জুগিয়েছে নতুন স্বপ্ন।
সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে, নাফিসের হাতে যে শটগুলো ছিল, সে সম্পর্কে হয়তো বলার কোন অপেক্ষা রাখে না। নাফিজের শেষ ৫/৭টা ম্যাচে ওর একটা সমস্যা বেশ ভুগিয়েছে ওকে। স্কোয়ার ড্রাইভ করতে গেলেই ও উইকেট কিপারের হাতে নিজের উইকেট দিয়ে আসতো। কিন্তু গত ম্যাচে এ ধরনের ২/৩টা বল ও নিখুতভাবে খেলেছে। যা দেখে মনে হয়েছিল প্রচুর ঘাম ঝড়িয়েছে জাতীয় দলের ফেরার জন্য।
যাইহোক তামিম – নাফিস জুটির জন্য অপেক্ষায় থাকলাম। যদিও অনেকে মনের আশঙ্কা রয়ে গেছে ভবিষ্যতে কি যেন করে? আশা করি সে ধরনের কোন অঘটন ঘটবে না। এখন নিবার্চকদের উচিত হবে নাফিজ খারাপ খেললেও ওকে কমপক্ষ ৫/৭টা ম্যাচ খেলানো। আগামী নভেম্বরে জিম্বাবুয়ের সাথে সিরিজ। আর বাংলাদেশে দলের মধ্যে জিম্বাবুয়ের সাথে নাফিসের সফলতা সবচেয়ে বেশি।
নিজেকে ঝালিয়ে নেবার নতুন করে সুযোগ এসেছে।
আশা করি নিবার্চকরা নাফিসের প্রতি সুদৃষ্টি দেবেন।
___________________________________________
সম্পূর্ণ নাম – শাহরিয়ার নাফিস
জন্ম- ২৫ জানুয়ারি ১৯৮৬
ব্যাটিং এর ধরন- বামহাতি ব্যাটসম্যান
___________________________________________
ব্যাটিং গড় :
Ms Ins Rs HS Ave BF SR 100 50 4s 6s
T ১৬ ৩২ ৮৩৫ ১৩৮ ২৬.০৯ ১৫২৯ ৫৪.৬১ ১ ৪ ১২১ ১
O ৬২ ৬২ ১৯৬৫ ১২৩* ৩৪.৪৭ ২৭৭৬ ৭০.৭৮ ৪ ১১ ২৫১ ৭
20 ১ ১ ২৫ ২৫ ২৫ ১৭ ১৪৭.০৫ ০ ০ ৩ ১
মাফ করবেন পোস্টটিতে বেশ কিছু ভুল ছিল। ঠিক করে দিয়েছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।