ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে
চারিদিকে চেচামেচি
কে কি কথা বলে
তা কোনভাবেই বুঝার কায়দা নেই
বার বার চেষ্টা করছি
কি বলে তা শুনার জন্য ।
না কোনভাবেই শুনা হচ্ছেনা কারো কথা
কিন্তু অনেক কথা কানে ভেসে আসছে ।
এর মধ্যে একজনের চোখে চোখ
আমিও তার দিকে সেও আমার দিকে
হাসি হাসি মূখ কিন্তু হাসি নেই
তারপর কখন হারিয়ে গেল চোখের দৃষ্টি হতে
ঠিক মনে নেই--আর মনে পরছেনা ।
সেই চোখ অতি পরিচিত
কিন্তু কে তা জানিনা
সেই হাসি মূখ খুব পুরাতন
কিন্তু সে আমার কেউ তা মানিনা ।
আর কোনদিন তার চোখ চোখ রাখিনি
হাসিনি আর প্রাণ ভরে
চেনা চেনা লেগেছে তারে
আজো আমি চিনিনি তারে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।