আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে আমার মত থাকতে দাও (অটোগ্রাফ)

যখন স্বপ্নগুলো আঁধারে হারিয়ে যায়..

আমাকে আমার মত থাকতে দাও আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি আমাকে আমার মত থাকতে দাও আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি যেটা ছিলোনা ছিলোনা সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন তোমার এই দুনিয়ার ঝাপসা আলোয় কিছু সন্দেহ-র গুড়ো হওয়া কাঁচের মত যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও দূরবীনে চোখ রাখবোনা এই জাহাজ মাস্তুল ছারখার তবু গল্প লিখছি বাঁচবার আমি রাখতে চাইনা আর তার কোনো রাতদুপুরের আব্দার তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পাড় খোঁজার কখনো আকাশ বেয়ে চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভোরে চোখ ভাঙ্গা ঘুমে তুমি খোঁজনা আমায় আশেপাশে আমি আর নেই আমার জন্য আলো জেলোনা কেউ আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ এই ষ্টেশনের চত্বরে হারিয়ে গেছি শেষ ট্রেনে ঘরে ফিরবোনা এই জাহাজ মাস্তুল ছারখার তবু গল্প লিখছি বাঁচবার আমি রাখতে চাইনা আর তার কোনো রাতদুপুরের আব্দার তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পাড় খোঁজার তোমার রক্তে আছে স্বপ্ন যত তারা ছুটছে রাত্রিদিন নিজের মত কখনো সময় পেলে একটু ভেবো আঙ্গুলের ফাঁকে আমি কই হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে যত শুকনো পেঁয়াজকলি ফ্রীজের শীতে আমি ওবেলার ডালভাতে ফুরিয়ে গেছি গেলাসের জলে ভাসবোনা এই জাহাজ মাস্তুল ছারখার তবু গল্প লিখছি বাঁচবার আমি রাখতে চাইনা আর তার কোনো রাতদুপুরের আব্দার তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পাড় খোঁজার ম্যুভি: অটোগ্রাফ শুনতে হলে লিংকান (ভুল শোধরে দেবার অনুরোধ সহকারে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.