আমাদের কথা খুঁজে নিন

   

আসুন প্রতিদিন একটা করে নতুন গান শুনি।। (ডেইলি আপডেট-৩৬৫ দিনে সমাপ্য)-৬ষ্ঠ গান ; Yesterday(Beatles)



বিটল্‌সের অসংখ্য কালজয়ী গানের মাঝে এই গানটি অনেকের হিসেবে এক নম্বর। অবশ্য এই দাবী করা যেতেই পারে। কারণ, ইতিহাসে একদিনে সর্বাধিক বিক্রি হওয়া গানকে আপনি আর কি-ই বলবেন। এখানেই শেষ না। ইতিহাসের আর কোন গানের এর চেয়ে বেশী কাভার ভার্শন বের হয়নি।

যাই হোক, গানটি মূলত সহজ কথার। কিন্তু কাহিনী খুব মজার। পল ম্যাককার্টনি তার বায়োগ্রাফিতে বলেন যে তিনি এক রাতে স্বপ্নে গানটা কম্পোজ করেন। ঘুম থেকে উঠেই তার মাথায় যেটা আসে সেটা হলো সুরটি নিশ্চয়ই অন্য কারো কম্পোজ করা। এরপরে বেশ কয়েকদিন তিনি অনেককে গানের সুর শুনিয়ে নিশ্চিত হন এটা আসলে তারই সৃষ্টি।

এরপর তিনি এই সুরের উপর লিরিক বসানো শুরু করেন। প্রথমে তিনি এর নাম দেন ‘Scrambled Eggs’ আর লিরিক হিসেবে তার মাথায় আসে, “Scrambled Eggs/Oh, my baby how I love your legs” যারা Yesterday গানটি আগে শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি হাস্যকর হতো ব্যাপারটা। যাই হোক, এরপরে বিটলসের অন্যান্য সদস্যরা গানটি সম্পূর্ণ করার জন্য কাজ শুরু করেন। কিন্তু ক্রমাগত মতপার্থক্য আর কনফিউশনের কারনে গানটির কম্পোজিশান বিলম্বিত হতে থাকে। এর মাঝে কিছু তিক্ত আর মজার ব্যাপারও ঘটতে থাকে গানটির কম্পোজিশান নিয়ে।

এর ফলে, যদিও গানটি প্রথম লেখা হয় ১৯৬৪ সালে কিন্তু মাঝখানে আরও দু’টি এলবাম রিলিজ হয়ে যাওয়ার পর গানটি রিলিজ হয় ১৯৬৫-তে। ম্যাককার্টনি পরে দা্বী করেন গানটির লিরিক লিসবনে ছুটি কাটানোর সময় ঘুমের মাঝে খুঁজে পান!! অবশেষে বিটল্‌সের অসংখ্য আড্ডা, হাসি-ঠাট্টা আর তর্কের উৎস হয়ে থাকা গানটি বাজারে আসে। এরপর বাকিটুকু ইতিহাস। ইউটিউব লিরিক কর্ড মূল পোস্ট

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.