ব্লগার অনুপস্থিত আছেন !! (এই ব্লগার বিশেষ কোন দল বা মতের অনুসারী নন..তাই ওনার পোস্টের কোন আগা মাথা নাই!! যখন যা ভাল লাগে তাই তিনি পোস্ট করেন। )
তুরাগ নদীতে ডুবে যাওয়া বাসটি শেষ পর্যন্ত খুজে বের করেছিলেন এই চাঁন মিয়া। আমাদের অনেক অনেক বিশেষজ্ঞ আছে। তারা ভিডিও, সোনার (sonar)কত কিছু দিয়ে চেষ্টা করল কিন্তু পারল না।
অবশেষে এই চাঁন মিয়াই বাসটি সনাক্ত করতে সক্ষম হন।
তীব্র স্রোতের কারনে নিজেই ডুবতে বসেছিলেন প্রায়!
এই চাঁন মিয়ার নামের আগে পিছে কোন টাইটেল নাই, নৌবাহিনীর খুব ড্যসিং চাকরি অথবা বেতন নাই, তাদের মত খুব ভাল(পড়ুন দামী !) প্রশিক্ষনও হয়ত নাই। কিন্তু মানুষের জন্য মায়া/আন্তরিকতা আছে। তাই সে নিজের জীবন বাজি রেখে এই কাজ করতে রাজি হয়েছে।
আমি ভাবছি বিশেষজ্ঞদের কথা। তারা বোধহয় চাঁন মিয়ার মত নির্বোধ নয়! তাই কিছু ম্যংগো পাবলিকের জন্য নিজেদের মূল্যবান জীবন কিংবা সামজিক প্রতিষ্ঠাকে বিলিয়ে জীবন বাজি রেখে ঝাপিয়ে পরতে পারেন নি।
চাঁন মিয়া আপনাকে সালাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।