আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত



নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১০-২০১১ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩৩ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মোঃ আনোয়ারুল বাশার, সহ-সভাপতি পদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোঃ ইউসুফ মিয়া, সাধারণ সম্পাদক পদে মাৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক পদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রভাষক যুগান্ত কুমার রায়, কোষাধ্যক্ষ পদে মাৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের প্রভাষক ভক্ত সুপ্রতিম সরকার, প্রচার সম্পাদক পদে মাৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মফিজুর রহমান, সদস্য পদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম, ফার্মেসী বিভাগের প্রভাষক বিশ্বজিত কুমার বিশ্বাস, কম্পিউটার সাইন্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অভিজিত চক্রবর্তী এবং ইংরেজী বিভাগের প্রভাষক মোহাম্মদ মারূফ উল আলম নির্বাচিত হন। নির্বাচনের পর নবনির্বাচিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ সভাপতি মোঃ আনোয়ারুল বাশার এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর এ. কে.এম. সাঈদুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। উপাচার্য নবনির্বাচিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদকে অভিনন্দন জানান। পরে তারা বিশ্ববিদ্যলয়ের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ মাধ্যমে নবনির্বাচিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ তাদের যাত্রা শুরু করেন। উল্লেখ্য, শিক্ষক সমিতির এই কার্যনির্বাহী পরিষদ আগামী ৩১-১২-২০১১ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.