আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষা ক্ষেত্রে আইসিটি সম্প্রসারণে ৪০৭ কোটি টাকার দু’টি প্রকল্প কাল অনুমোদন হতে পারে - সূত্র:বাসস

ভালো ..তবে কালো

শিক্ষা ক্ষেত্রে আইসিটিকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের জন্য সরকার ৪০৭ কোটি টাকা ব্যয়ে দু’টি প্রকল্প হাতে নিয়েছে। শিক্ষা ক্ষেত্রে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গৃহীত এ প্রকল্প দু’টি হচ্ছে-‘এস্টাবলিশমেন্ট অব উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) প্রকল্প’ এবং ‘এস্টাবলিশমেন্ট অব ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এ্যাট শাহজালাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি প্রকল্প’। প্রকল্প দু’টি আগামীকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উত্থাপিত হতে পারে বলে পরিকল্পনা কমিশনের একটি সূত্র আজ বাসস'কে একথা জানায়। সূত্র জানায়, এর মধ্যে ইউআইটিআরসিই প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ব্যানবেইস বাস্তবায়ন করবে। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৩৭৩ কোটি ২৯ লাখ টাকা।

এর মধ্যে বাংলাদেশ সরকারের (জিওবি) ১০৬ কোটি ১৪ লাখ এবং প্রকল্প সাহায্য ২৬৭ কোটি ১৫ লাখ টাকা ধরা হয়েছে। প্রকল্পের বাস্তবায়নকাল হচ্ছে চলতি বছরের আগস্ট থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পের আওতায় দেশের ১২৮টি উপজেলায় আইসিটি ট্রেনিং এবং রিসোর্স সেন্টার স্থাপন, তৃণমূল পর্যায়ের প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাত্তোর পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ ল্যাব স্থাপন, প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের জন্য প্রতিটি উপজেলা থেকে ৬ জন কম্পিউটার শিক্ষক নির্বাচন করে তাদের নির্ধারিত মেয়াদে প্রশিক্ষণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে কম্পিউটার বিজ্ঞানের জন্য মাল্টিমিডিয়া ভিত্তিক কোর্স সংযোজন ও প্রশিক্ষণ মডিউল উন্নয়ন এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা। এ ছাড়া এ প্রকল্পের আওতায় শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর ও শিক্ষা বোর্ডসহ বিভিন্ন সংস্থার মধ্যে শক্তিশালী নেটওয়ার্ক স্থাপন করা হবে। এতে ১২৮টি উপজেলায় আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার নির্মাণ, প্রশিক্ষণ, যন্ত্রপাতি ও আসবাবপত্র সংগ্রহ, সফটওয়ার ও পরামর্শ সেবা প্রদান করা হবে।

‘এস্টাবলিশমেন্ট অব ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এ্যাট শাহজালাল ইউনিভার্সিটি অব সাযেন্স এন্ড টেকনোলজি’ প্রকল্পটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সম্পূর্ণ বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়ন করা হবে। এর প্রাক্কলিত ব্যয় ৩৪ কোটি টাকা এবং বাস্তবায়নকাল ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে দেশে তথ্য যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এতে ৪ কোটি টাকা ব্যয়ে সোলার প্যানেলসহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়, ২১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ১০তলা ভিতের ওপর ৪তলা ইনস্টিটিউট ভবন নির্মাণসহ বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা এবং ১টি যানবাহন (মাইক্রোবাস), আসবাবপত্র ও বই পুস্তক ক্রয় করা হবে। পরিকল্পনা বিভাগের সচিব হাবিব উল্লাহ মজুমদার বাসস'কে বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তথ্য প্রযুক্তি ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এই প্রকল্প দু’টি বাস্তবায়নে সরকারের শিক্ষা ক্ষেত্রে আইসিটি’র ব্যবহার সম্প্রসারিত হবে। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব দিয়েছে। শিক্ষা ক্ষেত্রে সার্বিক সেবার গুণগত মান উন্নয়ন এবং ই-গভর্নেন্স বাস্তবায়নে আইসিটি শিক্ষার প্রসার ও বিকেন্দ্রীকরণের ভিত্তিতে দারিদ্র্য নিরসনের জাতীয় নীতি’র সাথে সঙ্গতি রেখে প্রকল্প দু’টি ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.