আমাদের কথা খুঁজে নিন

   

গাজীপুরে নবগঠিত ৩ ইউপিতে ভোটগ্রহণ চলছে

সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা। ইউনিয়ন তিনটি হলো-মির্জাপুর, পিরুজালী ও ভাওয়ালগড়। বৃহত্তর মির্জাপুর ইউনিয়ন ভেঙে নতুন এই তিনটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনেওয়াজ দিলরুবা খান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, ২০১০-১১ সালে সারা দেশে একযোগে ইউনিয়ন পরিষদ নির্বাচন হলেও মির্জাপুর ইউনিয়নকে বিভাজন সংক্রান্ত প্রশাসনিক জটিলতার কারণে এখানে নির্বাচন হয়নি। গত ডিসেম্বরে নতুন এই তিনটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়।
এরপর এই নির্বাচনের আয়োজন করা হয়েছে।
এর আগে সর্বশেষ ২০০৩ সালে এই এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় বলে জানান তিনি।
নির্বাচন কর্মকর্তা জানান, সকাল থেকে ওই তিনটি ইউনিয়নের ৩৭টি কেন্দ্রে ১৭৪টি বুথে ভোটগ্রহণ চলছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১৮জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পুরো নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
মির্জাপুর ইউনিয়নে ১২ হাজার ৭৭২ জন পুরুষ এবং ১২ হাজার ৮১৪ জন নারী ভোটার রয়েছে। পিরুজালী ইউনিয়নে পুরুষ ভোটারের সংখ্যা ছয় হাজার ৯৬জন, আর নারী ভোটার ছয় হাজার ৭৯৩ জন এবং ভাওয়ালগড় ইউনিয়নে পুরুষ ভোটার ২১ হাজার ৮০৭ জন এবং নারী ভোটার ২১ হাজার ১২৮ জন।
দীর্ঘ ১০ বছর পর  ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এই এলাকায় প্রার্থী, তাদের সমর্থক ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছে।


সকাল সাড়ে ৮টার দিকে ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের সামনে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.