"বাউল মানুষ"
নিউজিল্যান্ডের সহজ আত্মসমর্পণ
Mon, Oct 11th, 2010 9:07 am
ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের কাছে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে সহজেই আত্মসমর্পণ করল নিউজিল্যান্ড। হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। তখনো হাতে ছিল ৬০ বল।
প্রথমে ব্যট করে রস টেলরের হার না মানা অর্ধ-শতকের সুবাদে নিউজিল্যান্ড করে ১৭৩। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি তারা।
খেলেছে মাত্র ৪২ ওভার ৫ বল।
টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে এটি বাংলাদেশের পরপর দ্বিতীয় জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরপর দুই খেলায় জিতেছিল বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস (৭৩) ও ইমরুল কায়েসের (৫০) ১২৭ রানের জুটি দলকে জয়ের ভিত গড়ে দেয়। এরপর রকিবুল হাসান (১৮) ও অধিনায়ক সাকিব আল হাসান (১৩) নিরাপদেই দলকে পৌঁছে দেন জয়ের কাক্সিক্ষত ঠিকানায়।
অপরাজিত থাকেন দু'জনই।
এরআগে ১৫৯ রানের মাথায় জুনায়েদ সিদ্দিকী সাজঘরে ফিরে যান ১৪ রান করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।