পর পর দুই বারের জন্য নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রস টেইলর। শুধু তাই নয় বৃহস্পতিবার দেশটির ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টেইলরের ছিল জয়জয়কার।
২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে চমত্কার পারফরম্যান্সের জন্য বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘রিচার্ড হ্যাডলি মেডেল’ পেয়েছেন সাবেক অধিনায়ক টেইলর। আলাদাভাবে ওয়ানডে ও টেস্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন তিনি।
তাছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে সেরা ব্যাটসম্যানের পুরস্কারও পেয়েছেন তিনি।
বোলিংয়ে সেরা হয়েছেন টিম সাউদি।
আন্তর্জাতিক ক্রিকেটে এককথায় দুর্দান্ত খেলে চলেছেন টেইলর। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। আর ওই জয়ে তিন শতক করে সর্বোচ্চ ৪৯৫ রান করে দারুণ অবদান রাখেন টেইলর।
এরপর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে জেতে নিউজিল্যান্ড।
ওই সিরিজে দুটি করে শতক ও অর্ধশতকে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪৩ রান করেন টেইলর।
এদিকে মৌসুমের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন মিচেল ম্যাকক্লেনাগান। আর গত দুই মৌসুমে দেশটির সেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন অধিনায়ক সুজি বেটস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।