আমাদের কথা খুঁজে নিন

   

নিউজিল্যান্ডের টার্গেট ১৭৩ রান

নিউজিল্যান্ডকে ১৭৩ রানের টার্গেট ছুড়ে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। টি-টোয়েন্টির বিশ্বকাপের মূল পর্বের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড।

আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারে তৃতীয় বলে ১ রানের মাথায় প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। অন্য ওপেনার লাম্বের সঙ্গে ৭২ রানের জুটি গড়ে সাজঘরের পথ ধরেন মঈম আলী।

তিন রান পর অন্য ওপেনার লাম্বের উইকেটটি হারায় ইংল্যান্ড।

চতুর্থ উইকেটে বাটলারের সঙ্গে ২৭ রানে জুটি গড়েই সাজঘরের পথ ধরেন মরগান। দলীয় ১২৯ রানে বাটলারকে বিভ্রান্ত করেন আন্ডারসন। ষষ্ঠ উইকেটে বোপারাকে সঙ্গে নিয়ে ২১ রানের জুটি গড়েই সাজঘরের পথ ধরেন জারডান। সপ্তম উইকেটে ২৪ ও ১৭ রানে অপরাজিত ছিলেন বোপার ও র্টিম ব্রেসনান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.