নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে আজ একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ওয়েলিংটনে ৬ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এতে শহরটির আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৮ কিলোমিটার গভীরে। তবে এতে তেমন গুরুতর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
অগ্নিনির্বাপক কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমান সহজেই নিরূপণ করা যাবে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রথমে এই ভূমিকম্পের মাত্রা নির্ধারণ করেছে ৬ দশমিক ৮। কিন্তু পরবর্তী সময়ে তা ৬ দশমিক ৫ বলে পুনর্নিধারণ করে।
অন্যদিকে নিউজিল্যান্ডের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা কম্পনটির মাত্রা ৬ দশমিক ২ বলে নির্ধারণ করেছে।
উল্লেখ্য, ভূমিকম্পটির ফলে যদিও শক্তিশালী কয়েক দফা পরাঘাত হয়েছে কিন্তু এরপরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের বরাতে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।