আমি কিছু জানি না......
নিউজিল্যান্ডে এবার নারীদের জৈবিক চাহিদা মেটানোর উদ্দেশে প্রথমবারের মতো পুরুষ নিষিদ্ধপল্লী স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। নিউজিল্যান্ড হেরাল্ড মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সাবেক রাজনীতিবিদ পাম কোরকারি সেখানে এ ধরনের নিষিদ্ধপল্লী স্থাপনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
সেখানে থাকবে একটি স্পা, বার এবং বোরডেল্লো নামের একটি সুব্যবস্থা, যেখানে নারীরা গিয়ে পানীয়ের সঙ্গে নিজেদের জৈবিক চাহিদা মিটিয়ে নেয়ার সুযোগ পাবেন। অস্ট্রেলিয়ার নারী অধিকার কর্মী মেলিন্দা টাঙ্কার্ড রেইস্ট অবশ্য এ ব্যাপারে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, নারীর ক্ষমতায়নের জন্য এটা কোন অগ্রগতি নয়। পুরুষের সঙ্গে অর্থের বিনিময়ে সেক্স কেনার মাধ্যমেই নারী স্বাধীনতা অর্জন করা সম্ভব নয়।
হইতে মানবজমিন ডেস্ক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।