আমাদের কথা খুঁজে নিন

   

নিউজিল্যান্ডে বেসিক সফটওয়্যার পেটেন্ট বন্ধ

নতুন আইনের অধীনে নতুন কোনো সফটওয়্যারের পেটেন্ট করানো না গেলেও পুরনো পেটেন্টগুলো বহাল থাকবে। এ ছাড়াও পেটেন্ট করানো যাবে নতুন এবং অভিনব আবিষ্কার ও প্রযুক্তি।
এ আইনের মাধ্যমে যুক্তরাজ্য এবং ইউরোপের পথেই হাঁটছে নিউজিল্যান্ড। সম্প্রতি টেক জায়ান্ট অ্যাপল জেসচার কন্ট্রোলের মাধ্যমে স্মার্টফোন আনলক করার প্রযুক্তির জন্য পেটেন্টের আবেদন করলে তা নাকচ করে দেয় যুক্তরাজ্যের পেটেন্ট কর্তৃপক্ষ।
নতুন আইনের অধীনে এককভাবে সাধারণ কোনো সফটওয়্যার পেটেন্ট করা না গেলেও এর ব্যতিক্রমও রয়েছে। যেমন, পেটেন্ট করানো যাবে ওয়াশিং মেশিনের ব্যবহৃত কম্পিউটার চিপের জন্য তৈরি বিশেষায়িত প্রোগ্রাম।
নতুন আইনের প্রভাব নিয়ে বুদ্ধিবৃত্তিমূলক সম্পদবিষয়ক প্রতিষ্ঠান এজে পার্কের ম্যাট অ্যাডামস বলেন, “আমার মতে কম্পিউটার প্রোগ্রাম এবং প্রসেসর হচ্ছে প্লাস্টিক, তার বা কাঠের মতোই কাঁচামাল। নতুন আইনের অধীনে কাঁচামালের পেটেন্ট করানো যাবে না বরং ওই কাঁচামাল দিয়ে তৈরি পণ্যটির পেটেন্ট করানো যাবে।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.