মেগাআপলোডের প্রতিষ্ঠাতা কিম ডটকম তার জব্দকৃত সব জিনিস ফেরত পাবেন। সম্প্রতি সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১২ সালে যুক্তরাষ্ট্রের এফবিআই-এর নেতৃত্বে কপিরাইট আইন লংঘনের দায়ে মেগাআপলোডের সব কম্পিউটার, হার্ড ড্রাইভ এবং কাগজপত্র জব্দ করেছিল।
মেগাআপলোড মূলত একটি ফাইল স্টোরেজ সার্ভিস। ২০১২ সালে অনলাইনে সিনেমা এবং গান বিনামূল্যে ছেড়ে প্রতিষ্ঠানটি কপিরাইট আইন লংঘন করেছে বলে দাবি করেছিল যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ।
কিন্তু সম্প্রতি নিউজিল্যান্ডের উচ্চ আদালত কিম ডটকমকে তার সব জিনিস ফেরত দেওয়ার আদেশ দেয় এবং সেগুলো জব্দ করার ওয়ারেন্টটি অবৈধ ঘোষণা করে।
এছাড়াও আদালত আদেশ দেন, মেগাআপলোডের যেসব কাগজের অনুলিপি তৈরি করা হয়েছে তা ফেরত দিতে হবে।
কিম ডটকমের আসল নাম কিম শ্মিট। পুলিশ মেগাআপলোড বন্ধ করে দেওয়ার পর তিনি ‘মেগা’ নামে অন্য একটি অনলাইন ফাইল স্টোরেজ সার্ভিস চালু করেছিলেন। মেগাআপলোড বন্ধ করে দেওয়ার পর কিম জানিয়েছিলেন, তার সাইটটি শুধুই অনলাইন স্টোরেজ সার্ভিস। ব্যবহারকারীরা সাইটটির অপব্যবহার করলেও তার কোনো দোষ নেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।