আমাদের কথা খুঁজে নিন

   

মাশরাফি ম্যাজিকে উড়ে গেলো নিউজিল্যান্ডে

জীবনের গল্প বলে যাই গল্পের মতো করে...

কিছুটা দ্বিধা আর কিছুটা সন্দেহ থেকেই গিয়েছিলো। বিশ্বকাপের আগে বাংলাদেশ শুধু দুর্বল দলগুলোর বিরুদ্ধে খেলছে। জয় পাচ্ছে তাতে কি? বড় দলের বিরুদ্ধে তো আর দাঁড়ানো হলো না। এমন ভাবনা যাদের মনে দোলা দিয়ে গিয়েছে এতোদিন তারা এবার স্বস্তি্বর নি:শ্বাস ফেলতে পারেন। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সদ্য হোয়াইটওয়াশের কলংকে ঢেকে দেয়া নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছে 2 উইকেটে।

টোটাল টিমওয়ার্কের দারুণ এক কাব্যময় ম্যাচ জিতেছে বাংলাদেশ। কার চাইতে কার অবদান বেশী? মাশরাফি 44 রানে আর আব্দুর রাজ্জাক 26 রানে 4টি করে উইকেট পেয়েছেন। নাহ্ তামিম ইকবাল 48 বলে খেলেছেন 46 রানের দায়িত্বশীল গতিময় ইনিংস। না আবারও ফিরে যেতে হচ্ছে মাশরাফিতে, ইনিংসের শেষ দিকে তার 14 বলে করা 30 রানের টার্নেডো ইনিংসই জিতিয়েছে বাংলাদেশকে। টসে জিতে নিউল্যান্ডের অধিনায়ক স্টিফেন ফেমিং প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন।

উদ্দেশ্য নিজেদের ব্যাটিং প্র্যাকটিসটা সেরে নেয়া। কিন্তু তিনি শুধু ভুল করেননি। মারাত্মক ভুল করেছিলেন। সেটা তাকে ধরিয়ে দিতে বেশী সময় নেননি বাংলাদেশের আক্রমণভাগের দুই সৈনিক মাশরাফি বিন মতর্ুজা ও সৈয়দ রাসেল। রাসেলের প্রথম বলেই কোন রান করার আগে আব্দুর রাজ্জাকের হাতে ক্যাচ তুলে বিদায় নেন অধিনায়ক স্টিফেন ফেমিং।

সুবিদা করতে পারেননি আরেক ওপেনার ভিনসেন্ট। তিনিও মাত্র 4 রানে প্যাভিলনের পথ ধরেন মাশরাফির শিকারে পরিণত হয়ে। ক্রিজে আসা টেইলরও বিদায় নেন 11 রানে। এমন অবস্থায় দলকে বড় ধরণের বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেন ওরাম 88 রান ও ম্যাককোলাম 46 রান করে। এই দুজনের ব্যাটে ভর করে নিউজিল্যান্ড 47.2 ওভারে সবকটি উইকেট হারিয়ে করে 224 রান।

বাংলাদেশের প েমাশরাফি 9.2 ওভার বল করে 2 মেডেনসহ 44 রানে ও আব্দুর রাজ্জাক 8 ওভারে 1 মেডেনসহ 26 রানে নেন 4টি করে উইকেট। দীর্ঘদিন পর দলে ফেরা জাবেদ ওমর গতকাল দলের গোড়াপত্তন করতে নেমেছিলেন নবীন তামিম ইকবালকে সঙ্গি করে। তাদের উদ্বোধনী জুটি দীর্ঘণ নিরবিচ্ছিন্ন থেকে দলীয় স্কোর 85 রানে নিয়ে যাবার পর তামিম ব্যক্তিগত 46 রানে বিদায় নেন। তার ইনিংসটি 6টি বাউন্ডারী ও 1টি ছক্কায় সাজানো ছিলো। আফতার গতকাল কোন রান না পেলেও জাবেদ করেছেন 45 রান।

তাছাড়া সাকিবুল হাসান 19, অধিনায়ক বাশার 20 ও মোহাম্মদ আশরাফুল 29 রান করেন। 48.5 ওভারের মাথায় যখন বাংলাদেশ আর নিউজিল্যান্ডর স্কোর এক বিন্দুতে মিলেছে। তখন 48 ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে মাশরাফি রাজকীয় এক জয় উপহার দেন বাংলাদেশ। বলের সাফল্য গতকাল তার ব্যাটেও ধরা দিয়েছিলো। তিনি মাত্র 14 বলে 1টি চার ও 3টি ছক্কার সাহায্যে 30 রানের এক ঝড়ো ইনিংস খেলেন।

নিউজিল্যান্ডের প েভিট্টরী 38 রানে পান 3 উইকেট। ওয়ানডে স্ট্যাটার্স পাওয়ার পর বাংলাদেশ গতকাল অষ্টমবারের মতো নিউজিল্যান্ডের মুখোমুখি হয়। আগের সাতবারের প্রত্যেকবারই পরাজয় মেনে নিলেও গতকালের অনায়াস জয় দিয়ে বাশাররা নতুন আরেক বাংলাদেশের ছবি দেখালেন ক্রিকেট বিশ্বকে। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এমন জয় দলকে অনুপ্রাণিত করার জন্য দারুণ টনিক হিসেবে কাজ করবে। এবার বিশ্বকাপে চমক দেখানোর পালা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।