|শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি|
রাতের আঁধারে আমি টের পাই
বুকের ভেতরে তপ্ত দিবাকর
গ্রাসীছে প্রেমের গ্রহিকাকে
কালোগহ্বরে ছুড়ে ফেলি নিজেকে
দূরানুভূতিতে টের পাই
আমি নিঃস্ব নই, বুকে রয়ে গেছে
তোমার ভালোবাসার আবেশ
আলোকিত শ্মশানের শেষ মাথায়
জ্বালিয়ে আপন প্রভাতীর চিতা
জীবনে এনেছি চির সন্ধ্যা
নিশিরে বড্ড কাছে চাই, ঘৃণা করি চাঁদকে
আলো দেয় বলে
ওগো, অমানিষাই আমার সব
কৃষ্ণকায়ার জটিলতায়
নিরতঙ্ক মনের সেচ্চাচারিতায়
গ্রহান্তরের পথে ছুটছি
থামেনি হৃদয় দমেনি তেজ
মৃত্যুভয় করেনি আলিঙ্গন
আঁধারেরে বড় ভালোবাসি
কারণ প্রভাতী আমার নাই
প্রেমাতঙ্কের দিনে স্মরণে রাখি
প্রণয় পার্থীর আকুল প্রার্থণা
নিয়তি নামে অভিষাপ ঢালি
ললনা জাতির মোহনীয়তাকে
অথচ ভুলটাই আমার
স্বকীয়তার নির্লজ্জতা ঢাকতে
প্রভাতীদের অভিষাপ দিয়ে যাই
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।