শান্তমনের শান্ত ব্লগ
১. 'নিউ ফোল্ডার' এ ক্লিক করে একটি নিউ ফোল্ডার খুলুন।
২. 'রিনেম' দিয়ে ফোল্ডারের নামটি মুছে ফেলুন।
৩. এবার 'ওল্টার' চেপে ফোল্ডারের নামে টাইপ করুন '০১৬০' । জায়গাটা ব্লাঙ্ক দেখাবে।
৪. এবার ফোল্ডারের 'প্রপার্টিজ' এ গিয়ে 'কাস্টমাইজ' এ ক্লিক করুন, তারপর 'চেঞ্জ আইকন' এ ক্লিক করুন।
৫. আইকন গুলোর মধ্যে ব্লাঙ্ক কিছু আইকন পাবেন, যেকোন একটি সিলেক্ট করুন। তারপর 'ওকে' দিয়ে বেরিয়ে আসুন।
৬. 'ওকে' দিয়ে প্রপার্টিজ থেকে বেরিয়ে আসার পর পরিবর্তন খেয়াল করুন। আপনার ফোল্ডার আছে কিন্তু জায়গাটা ব্লাঙ্ক দেখাচ্ছে। ফোল্ডারে আপনার গোপনীয় কিছু রাখতে পারেন, বা এ ফোল্ডারটি অন্য ফোল্ডারেও রাখতে পারেন, কেউ টের পাবে না, যদি না জানে এর অবস্হান।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।