আমাদের কথা খুঁজে নিন

   

অসুন্দর!



ইসলাম একটি সুন্দরতম ধর্ম। দয়াময় অল্লাহ নিজে সুন্দর এবং সুন্দরকে তিনি পছন্দ করেন। ইসলামের সৌন্দর্যের মধ্যে অন্যতম একটি দিক হচ্ছে পরিষ্পকার পরিচ্ছন্নতা। সেজন্যে মুসলমানরা সৌচাগারে মাটি, কাপড় কিংবা টিসু্ ব্যবহার করার পর পানি দ্বারা আরো ভালোভাবে পরিচ্ছন্নতা অর্জন করে থাকে। কিন্তু এ কাজটি অনেক সময় দৃষ্টিকটু এবং অসৌন্দর্য হয়ে দেখা দেয় এমনকি ক্ষেত্র বিশেষে অশলীলও! প্রায়শ: দেখা যায় বিভিন্ন মসজিদ-মাদ্রাসায়-জলসায়-দরগায় মুসললিগণ প্রস্রাবশেষে বামহাত দ্বারা বিশেষ অঙ্গে ধরা অবস্থায় প্রকাশ্য জনসম্মুখে হাটছেন, লাফাচ্ছেন, বিভিন্ন অঙ্গ-ভঙ্গি করে মূত্রথলির শেষ বিন্দুটুকু বের করে আনার চেষ্টা করছেন! আবার কেউ কেউ মিসওয়াক করছেন! আবার অনেকে বিশেষ অঙ্গে ধরা অবস্থায় জটলা বেঁধে গল্প করছেন! প্রকাশ্য জনসম্মুখে এসব দৃশ্যে সৌন্দর্যের চেয়ে অসৌন্দর্যই প্রকাশ পায়। এসব কাজ যে শুধু গেঁয়ো-মূর্খরা করেন তা নয় অনেক জ্ঞানী-গুণীজনকেও দেখায় যায় অবচেতন মনে এসব করে যাচ্ছেন! আমাদের সচেতন হওয়া উচিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।