আমাদের কথা খুঁজে নিন

   

তথ্য প্রযুক্তিতে প্রবশে করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় \ ১৬ টি আবাসিক হলে প্রত্যেক শিক্ষার্থীরা পাবে ইন্টারনটে সুবিধা \ সবার জন্য আরএফআইডি কার্ড



তথ্য প্রযুক্তিতে প্রবেশ করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ১৬ টি আবাসিক হলের শিক্ষার্থীরা পাবে ইন্টারনেট সুবিধা । বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারীদের পরিচয় পত্রের জন্য করা হবে রেডিও ফিকোয়েন্সী আইডেন্টি কার্ড (আরএফআইডি)। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) উচ্চশিক্ষায় মান উন্নয়ন প্রকল্প (হেকেপ) এর তত্ত্বাবধানে একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘এক্সটেনশান এ- রিনোভেশন অব নেটওয়ার্ক এ- বিল্ডিং অটোমেটেড অফিস ম্যানেজমেন্ট সিস্টেম’ নামক ওই প্রকল্পের আওতায় রাবির প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেডিও ফিকোয়েন্সী আইডেন্টি কার্ড (আরএফআইডি), ব্যক্তিগত ইন্টারনেট সুবিধা ও ১ম বর্ষ থেকে শুরু করে মাষ্টার্স পর্যন্ত ভর্তি ও একাডেমিক যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে পারবে।

এ প্রকল্প বাস্তবায়নে খরচ হবে প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা। আগামী বছরের শুরুত্ইে এ প্রকল্পের কাজ শুরু হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। প্রশাসনের সূত্রটি জানায়, চলতি বছরের জুন মাসে বিশ্ব ব্যাংকের আর্থিক অনুদানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ই্উজিসি) কর্তৃক গৃহীত উচ্চ শিক্ষায় মান উন্নয়ন প্রকল্প (হেকেপ) এর অধীনে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনের কাছে শিক্ষা ও গবেষণা বিষয়ে উন্নয়ন মূলক সামগ্রীক একটি প্রকল্প চেয়ে চিঠি দেয়। ওই চিঠি প্রাপ্তির পর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটির সাথে প্রাথমিক বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য ‘এক্সটেনশান এ- রিনোভেশন অব নেটওয়ার্ক এ- বিল্ডিং অটোমেটেড অফিস ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে একটি প্রকল্প তৈরী করে। এ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ডিজিটাল আইডি কার্ড, শিক্ষকদের আবাসিক কোয়ার্টারসহ শিক্ষার্থীদের আবাসিক ১৬টি হলে প্রত্যেকের জন্য ব্যক্তিগত ইন্টারনেট সুবিধা ও ১ম বর্ষ থেকে শুরু করে মাষ্টার্স পর্যন্ত ভর্তি ও একাডেমিক যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা যাবে।

প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা। জানা গেছে, ওয়ারলেস পদ্ধতিতে এ ইন্টারনেট সুবিধা প্রদান করা হবে। রুমে বসেই শিক্ষক-শিক্ষার্থীরা কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। কম্পিউটার সেন্টার প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীকে তার পরিচয় হিসেবে একটি নির্ধারিত পিন কোড দেবে। ইন্টারনেটে ব্যবহারকারীদের বিরুদ্ধে কোন রকম অপরাধমূলক অভিযোগ পাওয়া গেলে ওই পিন কোডের মাধ্যমে তার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ বিচিছন্ন করে দেয়া হবে।

তাছাড়া শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের রেডিও ফিকোয়েন্সী আইডেন্টি কার্ড (আরএফআইডি) দেয়া হবে যার মাধ্যমে তারা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, কেন্দ্রীয় গ্রন্থাগার, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও আবাসিক হলসহ ব্যক্তিগত পরিচয়পত্রের যাবতীয় কার্যক্রম সমাধা করতে পারবে। প্রশাসনের সূত্রটি আরো জানায়, গত ২৭ জুলাই প্রস্তাবিত ওই প্রকল্পটি ইউজিসি’র নিকট পাঠানো হয়েছে। ইউজিসির যাচাই বাচাই শেষে প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন পেলে আগামী বছরের শুরুতেই প্রকল্পের আওতায় যেসব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা বাস্তবায়ন শুরু হবে এমনটি আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রস্তাবিত ্ওই প্রকল্পের ম্যানেজার এবং রাবি’র কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর মামুনুর রশিদ তালুকদার প্রকল্পটি তৈরী এবং ইউজিসির নিকট পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন ইউসিজি এ প্রকল্পটির ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে এবং তা খুব শীঘ্রই বাস্তবায়নের ব্যাপারে আশ্বস্ত করেছেন।

তিনি বলেন এ প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ঘরে বসেই সাড়া বিশ্বের সাথে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে। তাছাড়া ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা যে বিড়ম্বনার শিকার হতো তা আর হবে না। ইচ্ছা করলে বাড়িতে বসেই শিক্ষার্থীরা তাদের ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবে। বিশ্ববিদ্যালয় পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক প্রকৌশলী লুৎফর রহমান এ ব্যাপারে বলেন-ইউজিসি থেকে চিঠি প্রাপ্তির পর শিক্ষা ও মান উন্নয়ন লক্ষে বিভিন্ন বিভাগ, ফেকাল্টি এবং ইন্সিটিটিউট থেকে প্রায় ৪৫ টি প্রজেক্ট ইউজিসি’র নিকট পাঠানো হয়েছে। সবগুলোর ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫টি কোটি টাকা।

ইউজিসি’র (উচ্চ শিক্ষায় মানউন্নয়ন প্রকল্প) হেকেপ প্রকল্পের পরিচালক কোরবান আলী বলেন-দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনেক প্রকল্প আমাদের হাতে এসে পৌছেছে। এগুলো যাচাই বাচাই চলছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো চলতি বছরের ডিসেম্বরে অনুমোদন পাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.