"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
চিহ্ন
চলেইতো যাবে একদিন, জানতাম। আমার বিশ্বাসের শেকড়ে
লুকিয়ে ছিল অবিশ্বাসী এক ঘুণপোকা, আহ্লাদে মেলতে দেয়নি
কখনোই সে মনোবৃক্ষে ভালবাসার শাখা। আমার অবুঝ দৃষ্টিতে
সবুজের প্রলেপ নেই- কেবলই বিবর্ণ হলুদ পাতার ছায়া, রোদ
সবই তোমার দখলে। আমি তবুও ছায়াজীবি হয়ে দাঁড়িয়ে আছি
বৃষ্টির অপেক্ষায়। আকাশে কালো মেঘের জটলা- এক পশলা
বৃষ্টি আমায় ভিজিয়ে যাক পরম মমতায়। বৃষ্টির জলে ধুয়ে যাক
অবহেলায় গজিয়ে ওঠা ভালবাসার শাখা। বিবর্ণ পাতারা সবুজ
হয়ে উঠুক, মনের গহীনে ফুল ফুটুক- তোমার চিহ্ন রেখে যাক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।