``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
চিহ্ন
প্ল্যাটফরমটা
কী বিশ্রীরকম ফাঁকা !
ট্রেনটা কি আসবে ? নির্জন বেঞ্চিতে বসে
নিরূপায় অপেক্ষার হিলিত প্রহরগুলো
ধরে- বেঁধে,
বানাচ্ছিলাম কবিতাটা ;
অথচ একে অবলীলায় পদ্য বানিয়ে
আচম্বিতে
কোত্থেকে তুমি ছুটে এসে বললে-
‘এ কী করছো! কবিতা কি বানায় কেউ!
যে আসার সে এমনিতেই আসে!’
এবং বুঝে ওঠতে না ওঠতে কিছুই
চলেও গেলে ফের।- কে তুমি ?
কেনই বা এসেছিলে ? এটুকু বলতেই শুধু ?
সম্বিৎ ফিরে চম্কে দাঁড়াতেই
ঝুরঝুর পঙক্তিগুলো
ঝরে পড়লো নীচে-
তোমার ফেলে যাওয়া অভব্য চিহ্ন কিছু। #
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।