এ যেন অভিসারে গিয়ে ব্যাকুল প্রতীক্ষায় প্রেয়সীর জন্য অস্থির হয়ে অপেক্ষা করা। ইউরোপীয় ক্লাব ফুটবলের ভক্তরাই জানেন, কী অসহ্য কয়েকটা মাস পার করতে হয় তাঁদের। সেই মে মাসে শেষ হয়েছে ইউরোপীয় ক্লাব ফুটবলের মৌসুম। প্রায় তিন মাসের বিরতি শেষে মহাসমারোহে শুরু হয়ে গেল আবার। শুরু হলো রোমাঞ্চ, শিহরণ, রাত জেগে ফুটবলে বিভোর হওয়া।
আগে চারটি প্রধান লিগেই থাকত সবার চোখ। এবার তারকার ভিড়ে ফ্রেঞ্চ ফুটবলেও রাখতে হবে নজর। এই পাঁচটি লিগ নিয়ে আমাদের নতুন ধারাবাহিকের প্রথম পর্বে আজ থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগ—
কখনো অস্থিরচিত্তে পায়চারি। কখনো বা ধৈর্যের প্রতিমূর্তি হয়ে চুপচাপ বসে থাকা। ঢাউস কালো কোটের পকেটে হাত।
কখনো সেই হাত আড়াআড়ি করে রাখা বুকের ওপর। কপালে ভাঁজ ফেলে একের পর এক চুইংগাম চিবোনো। ম্যাচের শেষ দিকে বারবার ঘড়ি দেখা। রেড ডেভিলদের একেকটি গোলে আনন্দে মাতোয়ারা সব উদযাপন, কখনো ম্যাচ-পরবর্তী প্রেস ব্রিফিংয়ে রেফারিদের তুলোধুনো। পুরো ক্যারিয়ারেই প্রতিপক্ষ কোচদের শ্রদ্ধার চেয়ে শ্রাদ্ধ বেশি করে করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।