গোলাম আযমের বিচার নিয়ে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ওয়াচ-এর প্রতিবেদন ভিত্তিহীন ও অসত্য বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমদ। বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, হিউম্যান রাইটস্ওয়াচ এখানে লবিস্ট-এর ভূমিকা নিয়েছে।
আইনমন্ত্রী বলেন, হিউম্যান রাইটস্ওয়াচ যে কথা বলেছে, সেটা একদম ভিত্তিহীন, অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরও বলেন, বিচারকাজ এখনো শেষ হয়ে যায়নি, আপিলের আবেদন করা হয়েছে। একটি বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা আইনের পরিপন্থী।
প্রসঙ্গত, শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে হিউম্যান রাইটস্ওয়াচ বাংলাদেশে মানবতা-বিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর প্রাক্তণ নেতা গোলাম আযমের বিচারকে 'গভীরভাবে ত্রুটিপূর্ণ' বলে বর্ণনা করে বলা হয় যে, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকরা রাষ্ট্রপক্ষের হয়ে তদন্ত করেছেন, যেটা তাদের মতে যথার্থ ছিল না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।