আমাদের কথা খুঁজে নিন

   

নাবালক ৩ শিশুকে সতর্ক করল পুলিশ!

৩ বছরের কেনডিস, ৪ বছরের ইসাবেল আর ৭ বছরের ইলি লুইস একসঙ্গে খেলা করছিল প্রতিবেশি লিডবিটার্সের উঠানে। উঠানে পাশেই সাজানো বাগান। সেখানে গড়াগড়ি, হাসাহাসি আর দৌড়ঝাপ করে খেলছিল তারা। অথচ তাদের বিরুদ্ধে অন্যের ব্যক্তিগত বাগানের শস্য নষ্ট হচ্ছে এমন অভিযোগে সতর্ক করে চিঠি পাঠিয়েছে পুলিশ।

এই অবাক করা পুলিশি সতর্কতা নিয়ে সমালোচনা চলছে গোটা ইংল্যান্ড জুড়ে। নাবালক এই ৩ শিশুকে পশ্চিম মিডল্যান্ডের পুলিশ অপ্রতিবেশীসুলভ আচরণের অভিযোগে কেমন করে অফিসিয়াল চিঠি পাঠালো সেটা এখন ইংল্যান্ডের টক অব দ্যা কান্ট্রি।

কিন্তু পুলিশ জবাব দিয়েছে আইনের মারপ্যাচের সূত্র ধরেই। ইংল্যান্ডে প্রচলিত সিভিল অর্ডারের ধারাগুলো বিবেচনা করেই নাকি তাদের অপ্রতিবেশীসুলভ আচরণে সতর্ক করে দেয়া হয়েছে!

অবশ্য সমালোচনার জের ধরে পুলিশের মুখপাত্র, অ্যালেন ক্যামেরুন বলেন, অপ্রতিবেশীসুলভ আচরণের জন্য আমরা ওই বাড়িতে সতর্কতামূলক চিঠি দিয়েছি- ওই তিন বাচ্চাকে নয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.