আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের নাবালক আইডল দের প্রাপ্ত বয়স্ক ভক্তরা

এইটা আমার ব্লগ।

আশির নব্বই দশকের আইয়ুব বাচ্চু, জেমস, মাইলস, আর্করা একবিংশ শতকের প্রথম দশকে ধিরে ধিরে হারিয়ে যাওয়ার একটা কারন প্রযুক্তি, পাইরেসি আর একটা কারন, তারা নিজেদেরকে কনভারট করতে পারে নাই।
আয়ুব বাচ্চু, জেমস, মাইলস কে সব সময় ১৯ বয়সের প্রেমে পড়া তরুনের জন্যে গান লিখতে হইছে।

কিন্তু, তার নব্বই দশকের তার “সেই তুমি” গান শুনতে শুনতে বিরহের চিঠি লেখা তরুন একবিংশ শতকে এসে দুই বাচ্চার বাপ হইছে। আয়ুব বাচ্চু বা জেমস বা মাইলসকে সব সময়ে ২০ বছরের তরুন তরুনির কাছে রিলেভেন্ট থাকতে হইছে।

যেইটা তারা পারে নাই। পারার কথা না। নতুন প্রজন্মের মনের ভাষা, আকুতি , প্রকাশ ভঙ্গি পরিবর্তন হইছে –তারা চিঠি লেখে না, এসএমএস করে । একটা মেয়েরে পছন্দ করলে, না বলতে পারার আকুতি বিরহে পুড়তে থাকেনা,– জাস্ট গিয়া প্রপজ করে বসে,এরা ফেসবুকে প্রফাইল দেখে পিরিত করে । এদের অনুভুতি বরং বুজছে রিদয় খান।


এই অনুভুতি আমার হয় আমি যখন ডিলান শুনি। ৬০ এর প্রতিবাদি ডিলান,৭০ এর প্রেমিক ডিলান, ৮০র ক্রিসচিয়ান ডিলান থেকে একবিংশ শতকের ডিলান অনেক ডিপ, অনেক আত্মমগ্ন, নিজেকে খোজা মৃত্যুর অনেক কাছাকাছি একটা মানুষ। বিশেষত টাইম আউট অফ মাই মাইন্ড বা মডার্ন টাইমস এলবাম গুলো - ভাবনা, এরেঞ্জমেন্ট, প্রকাশভঙ্গি সব থেকেই – অনেক অনেক ডীপ। থম হয়ে বসে থাকবেন, মাথা কাজ করবেনা। একটা পর একটা অনুভূতিকে জালের মত বুনে, আপনাকে কনফিউজ করে দিতে থাকবে শুন্যতার বোধ এনে দিবে, এমন একটা জগতে নিয়ে যাবে যেই জগতে আপনি থাকতেও পারবেন না, ফিরতেও পারবেন না।


ডিলান নিজেও কিন্তু আয়ুব বাচ্চু, জেমস প্রবলেম এর ভেতর দিয়ে গ্যাছে। ডিলানের অটবায়গ্রাফি “ক্রনিকলস” যা আমার জিবনে পড়া সব চেয়ে সুখ পাঠ্য বই গুলোর একটা সেই খানে একটা ঘটনা আমার অসম্ভব মজা লাগছিল – ডিলান আশির দশকে ক্রিয়েটিভলি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল সেই রকম একটা সময়ে সে তার প্রডিউসারকে খুব মন খারাপ করে বলেছিল “ম্যাডনার লাইক এর ভার্জিন “ গান টার মত একটা গান যদি সে লিখতে পারত। :p
কিন্তু, ডিলান এই সব প্রশ্ন করে নিজেকে খুজে পেয়েছে এবং তার গানকে তার সাথে পালটে নিয়েছে। ফলে তার স্রোতারাও বয়স বাড়ার সাথে সেথে ডিলানকে কানেক্ট করতে পারছে। কিন্তু, এই প্রসেসটা আমাদের মাইলস,এলএরবি, জেমস করে নাই।


ফলাফল যা হয়েছে তা হোল, আমরা দুই প্রজন্মের মানুষ আমাদের আইডলদের কে দেখলাম নাবালক রয়ে যেতে কিন্তু আমরা প্রাপ্ত বয়স্ক হয়ে গেলাম।
এই জন্যে আমরা বাংলা গান শোনা বন্ধ করে দিলাম। কত আর ঘুম ভাঙ্গা শহরে শোনা যায়। মাইলস এর বিগত যৌবনা হামিন শাফিনের মুখে আজ তোমার জন্মদিন গান শোনা আমাদের জন্যে টর্চার এর মত লাগলো।
গুরুরা আমরা বড় হয়ে গ্যাছি, আপনেরাও বড় হন।

আমরা এখনো আপনাদের গান শোনার অপেক্ষায় আছি। বড়দের গান, এডাল্ট গান :p


ডিলানের অটবায়গ্রাফি পরছিলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.