শনিবার দুপুরে ঢাকার পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
এরা হলেন ট্রাফিক সাজের্ন্ট রুহুল আমীন সোহেল, কনস্টেবল ফকরুল ইসলাম, তোফাজ্জল হোসেন, গোলাম মোস্তফা ও রফিকুল ইসলাম। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাইপাইলে দায়িত্বরত ছিলেন।
ঢাকা জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার আশুলিয়ার বাইপাইলে বগুড়াসহ উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস থামিয়ে চাঁদাবাজি ও একটি বাসের চালককে মারধর করেন দায়িত্বরত এই সাজের্ন্ট ও তার দলের কনস্টেবলরা।
এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে বগুড়ায় সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। অবরোধে রাজধানী থেকে উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে বিষয়টি পরিবহন নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে ঢাকার পুলিশ সুপার এই ব্যবস্থা নেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।