আমাদের কথা খুঁজে নিন

   

বিকল্প বা আজমেরী পরিবহনে মলমপার্টির খপ্পর : সাংবাদিক হলে পরিনতি ভয়াবহ হতে পারে !

তোমাকে ভাবাবোই

দৈনিক মানবজমিন পত্রিকার সিনিয়র রিপোর্টার কাফি কামাল (কামালউদ্দিন) মলমপার্টির খপ্পরে পড়ে গুরুতর অসুস্থ হয়ে আজ সকালে পিজি হাসপাতালে ভর্তি ছিলেন। ২০মার্চ দিবাগত রাতে তিনি অফিসের কাজ শেষে সাড়ে ১২টায় কারওয়ান বাজার থেকে বিকল্প বাস সার্ভিস যোগে বাড়ী ফিরছিলেন। এসময় ওই বাসে থাকা যাত্রীবেশী মলমপার্টির সদস্যরা কাফি কামালের ল্যাপটপ, মোবাইল ফোন, হাত ঘড়ি, মানিব্যাগসহ মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নেয়। কাফি কামাল জানান, আমার শালীর বিয়ে ২৫ মার্চ। আমি তাদেরকে ১৫০০০ টাকা পাঠাতে ব্যাংক থেকে টাকাটা তুলেছিলাম।

সেটাও নিয়ে গেছে। ফুজিৎসু ব্রান্ডের সাদা ল্যাপটপে আমার মূল্যবান লেখা-জোকা ছিল। মোবাইল ফোনে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ ফোন নম্বর সংরক্ষিত ছিল, সবই হারালাম। এদিকে বাস থেকে আমাকে নামিয়ে দেবার সময় আমার চোথে তারা এক দফা মরিচের গুড়া দেয়। এরপর আবার বিষাক্ত মলম দেয়।

এক পর্যায়ে রাস্তায় আমাকে নিয়ে বাসটি এলোমেলো ঘুরতে থাকে। মলম পার্টিস সদস্যরা আমাকে মেরে ফেলার পরিকল্পনা করতে থাকে। আমি আমার ২ বছর বয়সী মেয়ের দোয়াই দিয়ে তাদের কাছে প্রাণ ভিক্ষা চাইলে হাইকোর্টের সামনে এসে চলন্ত বাস থেকে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এসময় আমার আর্তচিৎকারে পথচারী এবং রিক্সাওয়ালারা এগিয়ে আসে। তারাই আমাকে উদ্ধার করে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে যায়।

এতে বাসের কন্ডাক্টর ও ড্রাইভার জড়িত বলেও কাফি কামাল অভিযোগ করেন। মলমপার্টির ৮-১০ জন সদস্য বাসে ছিল। অন্যদিকে যাত্রী ছিল মাত্র ৩-৪ জন, জানায় সিনিয়র রিপোর্টার কাফি কামাল। এ বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে শাহবাগ থানায়। এফআইআর-এর একটি কপি ডিবি পুলিশকেও দেয়া হয়েছে।

ডিবি পুলিশের ডিসি মনিরুল ইসলাম জানান, ঘটনাটির তদন্ত চলছে। আশা করছি শিগগিরই আসামীদের গ্রেফতার করা সম্ভব হবে। এদিকে ডিবির এসি সানোয়ারের নেতৃত্বে একটি টিম ও এসি আহাদের নেতৃত্বে অপর একটি টিম অপরাধীদের ধরতে কাজ করছেন বলেও জানা গেছে। কাফি কামালের ওপর মলম পার্টির হামলার ঘটনাটি ঢাকা রিপোর্টার ইউনিটির সভাপতি মোস্তাক হোসেন সরকারের দৃষ্টি আকর্ষনের উদ্যোগ নিয়েছেন এবং এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। ক্রাইম রিপোর্টার ইউনিটিও এ ব্যাপারে স্বারষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকষর্নে তৎপরতা চালিয়েছে।

এদিকে বিএনপি বিটের সাংবাদিকরাও কাফি কামাল আহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। এর কিছু দিন আগে যায় যায় দিনের সাংবাদিক হাসান মোল্লা, বনানীর বাবলু মলমপাটির খপ্পরে পড়ে মারাত্নক অসুস্থ হয়ে পড়েন। প্রিত দিনই মলম পাটির খপ্পরে পড়ছে মানুষ। সাধারণ জনগন সর্বস্ন্ত হচ্ছে। কিন্তু এ খবর শান্তি শৃঙ্খলা বাহিনীর লোকেরা জানলেও কিছুই করতে পারছে না।

চোরাই মোবাইল বা চোরাই ল্যাপটপ কেনাবেচা বন্ধ করা কি তাদের দায়িত্বে পড়ে না?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।