oracle.samu@googlemail.com
ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, পরিবহনে অস্বাভাবিক চাঁদাবাজির কারণে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যায়।
রোববার রাজধানীর শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। (বিস্তারিত)
মন্ত্রী বলেন, "পণ্য পরিবহনের ক্ষেত্রে মোট ট্রাক ভাড়ার ৭০ শতাংশই চলে যায় রাস্তায় রাস্তায় চাঁদা দিতে। সারা রাস্তায়ই চাঁদা দিতে হয়।
"আর এ কারণে বেশি দামে পণ্য কিনে অতিরিক্ত ট্রাক ভাড়ার মাশুল দিতে হয় সাধারণ ক্রেতাদের ।
"
গত শুক্রবার বিএনপির সহসভাপতি এমকে আনোয়ার দাবি করেন, চাঁদাবাজিই নিত্যপণ্যের দাম বৃদ্ধির মূল কারণ।
একইদিন তিনি এও অভিযোগ করেন, চাঁদাবাজিতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা জড়িত বলে সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না।
এ প্রসঙ্গে সাবেক মন্ত্রী আনোয়ার আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিশেষ করে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ না হলে দ্রব্যমূল্য কমবে না, বাজার স্থিতিশীল হবে না।
শেরাটন হোটেলের ওই অনুষ্ঠানে কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের হাতে তুলে দিতে আগোরা সুপারস্টোর ও হৃদয়ে মাটি ও মানুষ কৃষক সমবায় সমিতি লিমিটেড (ঈশ্বরদী, পাবনা)-এর মধ্যে একটি চুক্তি হয়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছিলেন প্রধান অতিথি।
খাদ্যমন্ত্রী ছিলেন বিশেষ অতিথি।
খাদ্যমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে অর্থমন্ত্রী বলেন, "আগামী ১০ বছর আমরা যদি শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে পারি; লোভ, চাঁদাবাজি দুর্বৃত্তায়ন সংবরণ করতে পারি, তাহলে আমাদের দেশ সুখি ও সমৃদ্ধশালী হবেই হবে।
"আমার বিশ্বাস, আমার জীবনেই আমি সেই দেশ দেখে যেতে পারবো। "
আব্দুর রাজ্জাক আরও বলেন, "আমি তথ্য সংগ্রহ করে দেখেছি, যশোর থেকে ময়মনসিংহে এক ট্রাক পণ্য পরিবহণ করতে গিয়ে বিভিন্ন স্থানে সবমিলে ২১ হাজার টাকা চাঁদা দিতে হয়। ২৮ হাজার টাকার ট্রাক ভাড়ার মধ্যে ২১ হাজার টাকাই দিতে হয় চাঁদা।
"
এ বিপুল অংকের চাঁদা দিতে না হলে বাজারে পণ্যের দাম অনেক কম হতো বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, "আমি বিষয়টি গোয়েন্দা সংস্থাকে জানিয়েছি। চার দিনের মধ্যে তারা আমাকে তথ্য-উপাত্ত দেবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা সংস্থাকে অনুরোধ জানানো হবে। "
খাদ্যমন্ত্রী বলেন, "আমার নিজের জেলা টাঙ্গাইল থেকে এক ট্রাক পণ্য ঢাকায় আনতে এক হাজার ৭০০ টাকা চাঁদা দিতে হয়।
কয়েক দিন আগে আমি আমার নির্বাচনী এলাকায় গিয়েছিলাম। সেখানে আমার খুবই পরিচিত এক ব্যবসায়ী বন্ধু আলাপকালে জানান, টাঙ্গাইল থেকে এক ট্রাক পণ্য বোঝাই করে ঢাকার উদ্দেশে রওয়ানা দেওয়ার আগেই দেড় থেকে আড়াই হাজার টাকা চাঁদা দিতে হয়।
"ওই বন্ধুর কাছে জানতে চেয়েছিলাম, কাকে চাঁদা দিতে হয়? বন্ধু তখন জানান, 'যাদের চাঁদা দিতে হয় তাদের সবাইকে আমি চিনি'। "
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "বন্ধুর কাছে জানতে চেয়েছিলাম, তাহলে তোমরা লাভ করো কীভাবে। তখন সে হেসে আমাকে বলেছিল, 'কী করে আর লাভ করবো; চাষীদের ঠকালাম।
আর ঢাকায় গিয়ে আপনাদের ঠকাবো'।
"এতোদিন আমরা শুনেছি, দেখেছি ও বলেছি। এখন কাজ করতে হবে। এতোদিন আমরা বাজার ব্যবস্থার আধুনিকায়ন করতে পানিনি। এখন করবো।
"
পরিবহন চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রহিমআফরোজ সুপারস্টোর্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম, চ্যানেল আই-এর পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, হৃদয়ে মাটি ও মানুষ কৃষক সমবায় সমিতির (ঈশ্বরদী, পাবনা) সাধারণ সম্পাদক এম এ জলিল (কেতাব) মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
এক হাজার কৃষককে নিয়ে এ সমবায় সমিতি গঠন করা হয়েছে। এদের উৎপাদিত পণ্য আগোরা সরাসরি কিনে বাজারজাত করবে। কোনও মধ্যস্বত্বভোগী থাকবে না।
এ লক্ষ্যেই আগোরা এবং সমিতির মধ্যে রোববার চুক্তি সই হয়েছে।
নিয়াজ রহিম বলেন, "এ প্রচেষ্টার ফলে আগোরার সঙ্গে কৃষকদের সরাসরি সংযোগ ঘটবে। কৃষক পাবে তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।