আমাদের কথা খুঁজে নিন

   

ভার্সিটি ভর্তি কোচিং করতে থাকা জনৈক দুর্বল ছাত্রের ফিলিংস !!!

নামেই পরিচয় !একাধারে জিনিয়াস এবং ফেলটু ।

প্রতিদিন সাজুগুজু করে আসি পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড । এখানে সাব্বির ভাই, রাজু ভাইরা আছেন । উনারা আমাকে যত্ন করে ধর্ষন করায় । তারপর ঘন্টা দুয়েক ধর্ষিত হয়ে অবসন্ন দেহ আর মন নিয়ে বাসায় ফিরি ।

এর মাঝে মা ফোন দিয়ে জিজ্ঞেস করে, "কেমন চলছে ?"আমি যন্ত্রনা টুকু ঢেকে হাসি মুখে বলি, "হ্যা ভালো চলছে । ভালোই আছি । " মা উত্‍সাহ দিয়ে বলেন, "দাঁত কামড়ে লেগে থাক । তবেই উজ্জল ক্যারিয়ার হবে । দারিদ্রতা ঘুচবে ।

সুখী জীবণ পাবি । কটা দিনই তো মুখ বুজে পরে থাক । " সবাই আশায় থাকে ধর্ষিত হতে হতে একদিন পতিতা হয়ে যাব । তখন আর কষ্ট লাগবে না । ভালো লাগবে ওসব ।

কিন্তু আমার ঘারের রগটা বড্ড ত্যাড়া । কোটিবার ধর্ষন করেও আমাকে পতিতা বানাতে পারবা না । তোমার শক্তি আছে তাই ধর্ষনটাই করে যেতে পারবা । কিন্তু আমি আজীবণে ঘৃণা ভরে তোমাকে প্রত্যাক্ষ্যাণই করে যাবো হে (শুয়োরের বাচ্চা) শিক্ষা ব্যবস্থা ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.