মনে হয় যেন উড়ে যাই, মেঘদের কাশবনে হারাই!
২০০৭ সালের ১ জুলাই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয়েছিল আমাদের (০৬-০৭ ব্যাচ)। তখন সাস্ট এর একটা দুর্নাম ছিল সেছন জটের। জট কিছুটা ছিল বৈকি। তবে আমাদের ব্যাচ কোন জটে পড়েনি।
তাই আমরা টেরও পেলাম না যে কোথা দিয়ে ৩টি বছর পার হয়ে গেল। এখন ক্যাম্পাসে আমাদের নিচে ৩টি ব্যাচ!
সাস্ট এখন এগিয়ে চলেছে দুরন্ত গতিতে! বুয়েট পর্যন্ত বন্ধ হয়েছে কিন্তু সাস্টের বন্ধ হওয়ার কোন নাম গন্ধ নেই! বর্তমানে অধিকাংশ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ। বাকি গুলোও শুরু হয়েছে বা শেষের পথে।
মাঝে মাঝে শঙ্কিত হয়ে যাই মজার সময়টাকে এত তারাতারি শেষ হয়ে যেতে দেখে।
সবাই দোয়া করবেন যেন বাকি ১/২ বছর একটু আস্তে শেষ হয়!
সবার প্রিয় "এক কিলো"!
গোল চত্তর + লাইব্রেরী
সাস্টের মুক্তমঞ্চ।
(নির্মাণাধিন। কাজ প্রায় শেষ এখন)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।